নোয়াখালীতে সপরিবারে পুলিশ সুপার সহ ১৩৪জন করোনায় আক্রান্ত, দুইজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
সপরিবারে নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেনসহ জেলায় ১৩৪জন করোনা করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে দুইজন। জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপার,তার স্ত্রী, ছেলে ও গৃহপরিচারিকা করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় এবং আজ বৃহস্পতিবার পাওয়া এর ফলাফলে পজিটিভ পাওয়া যায়। করোনায় আক্রান্ত পুলিশ সুপার ও তার পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসাসেবার বিষয়টি তিনি তত্ত¡াবধানে করছেন। সিভিল সার্জন আরো জানান, জেলায় এ দিয়ে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) বেগমগঞ্জে ১জন ও কবিরহাটে ১জন মারা গেছে। ৪৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ২৯.৫১ ভাগ। আক্রান্তের মধ্যে সদরে ৪৪জন, বেগমগঞ্জে ৩৩জন, সোনাইমুড়িতে ১৩ জন, চাটখিলে ৬জন, সেনবাগে ৪ জন, কোম্পানীগঞ্জে-১৯জন ও কবিরহাটে ১১জন,ও সূবর্ণচর উপজেলায় ৪জন । এ পর্যন্ত করোনায় মোট মারা গেছে ১৪৩জন। জেলার কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৫১ জন রোগী চিকিৎসাধীন । হোমআইসোলেশনে রয়েছে ৩ হাজার ৭৯১জন।
আলমগীর ইউসুফ
০২-০৭-২০২১

শেয়ার করুনঃ

1 thought on “নোয়াখালীতে সপরিবারে পুলিশ সুপার সহ ১৩৪জন করোনায় আক্রান্ত, দুইজনের মৃত্যু”

  1. Лучшие онлайн-казино предлагают своим пользователям широкий выбор игр, включая слоты, рулетку, блэкджек, покер и другие. Кроме того, они часто предлагают бонусы и фриспины новым игрокам, что позволяет им начать играть без необходимости вносить депозит. Регистрация в онлайн-казино обычно занимает несколько минут и требует минимальной информации о пользователе. рейтинг топ лушчее ipxwfwmicd

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১