নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলায় নবাগত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। জেলা পুলিশের আয়োজনে পুলিশলাইন্সে গতকাল শনিবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। পরে তিনি পুলিশ মিডিয়া সেল উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) দীপক জ্যোতি খীসা।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ইনডিপেনডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪-এর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, দেশ রূপান্তরের নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, চ্যানেল ২৪-এর নোয়াখালী প্রতিনিধি সুমন ভৌমিক ও ডিবিসি নিউজের নোয়াখালী প্রতিনিধি আসাদুজ্জামান কাজল প্রমুখ।
নবাগত পুলিশ সুপার ১ আগস্ট নোয়াখালী জেলার পুলিশ সুপার যোগদান করেন। গত কয়েক দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন তিনি। এ সময় তিনি বলেন, আমি জেলার বিভিন্ন বিষয় অবগত হয়েছি। তিনি বলেন, জেনারেল হাসপাতাল ঘিরে একটি দালালচক্র গড়ে উঠেছে, এটা নিমূল করতে হবে। আমরা সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। পরে তিনি জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকদের সহায়তার কামনা করেন।
নোয়াখালীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ২২, ২০২১
- ২:০৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত