নোয়াখালীতে সাংবাদিকদের সাথে জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের মতবিনিময়

আলাউদ্দিন শিপলু : নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকালে জেলা রেডক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় নোয়াখালীর রাজনীতি, উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময়  জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন  তার বক্তব্যে বলেন, আমার চাচা মরহুম আবদুল মালেক উকিল বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন। এই পরিচয় আমার জন্যের গর্বের এবং অহংকারের। আমি কখনো ভাবি নাই আমার ওপর এই দায়িত্ব আসবে।  আমি মানুষ,ফেরেশতা নই, তাই আমারও ভুল হতে পারে। সকল ভুলত্রুটির বাহিরে ঘিয়ে দলের জন্য কাজ করে যাবো। নোয়াখালী সমস্যাগুলো চিহিৃত করে সকলের সহযোগিতা নিয়ে তা সমাধানের চেষ্টা করবো।

তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগের যে সকল অপূর্ণতা রয়েছে সেগুলো পূর্ণতার চেষ্টা করবো। সকল  ক্ষেত্রে প্রকৃত আওয়ামী লীগের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। তাই এই দলের কাছে মানুষের চাওয়া-পাওয়াও বেশি। যেহেতু দায়িত্ব এসেছে তাই সঠিকভাবে পালন করবো।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী ও দৈনিক কালের কণ্ঠের নোয়াখালী প্রতিনিধি সামছুল হাসান মিরন, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক যায়যায় দিনের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু প্রমুখ। সভা সন্ঞ্চালনা করেন দৈনিক ভোরের কাগজ এর নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১