নিজস্ব প্রতিনিধি –
দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদের মোটরসাইকেল চুরি হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাংবাদিক ইমাম উদ্দিন আজাদের সেন্ট্রাল রোর্ডস্থ বন্ধন কটেজের পার্কিং রুমের তালা ভেঙ্গে চোর মটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। ভারতের টিভিএস কোম্পানির নোয়াখালী হ১১-৬২১৪ নং প্রোনেক্স ১২৫ সিসি সাদা রঙ্গের মটরসাইকেল টির ইন্ঞ্জিল নং FF4AG1053719, চেসিস নং MD625SF45GlA66673 ।
আজ বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল চূরির বিষয়ে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে ইমাম উদ্দিন আজাদ। ডায়েরী নং ১১৩৮। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ জানিয়ে মটরসাইকেলটি উদ্ধারে পুলিশের সহায়তা চেয়েছেন।