নোয়াখালীতে সেনাবাহিনীর সাথে জেলা প্রশাসনের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে সার্বিক কার্যাবলি, চলাচলে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়ন সংক্রান্ত    সেনাবাহিনীর সাথে  জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ  রবিবার  দুপুরে  জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, পুলিশ সুপারের প্রতিনিধি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান, নোয়াখালী পৌরসভার মেয়র  সহিদ উল্যাহ খান সোহেল,  চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যাহ প্রমুখ।  সঞ্চালানা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত সাদমীন ।

সভার শুরুতে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক  মোহাম্মদ খোরশেদ আলম খান জেলার সার্বিক করোনা পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থা, ত্রাণসহায়তা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরে ।  পরে সিভিল সার্জন ও পুলিশ সুপারের প্রতিনিধিসহ অন্যান্যরা  বক্তারাও নিজেদের গৃহীত পদক্ষেপের বিষয়ে সভাকে অবহিত করেন।

পরে প্রধান অতিথি  মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন তার বক্তব্য নোয়াখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনসহ বিভিন্ন সংস্থার গৃহীত পদক্ষেপ সমূহে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের সবার একটাই লক্ষ্য জনগন ও দেশের সেবা করা। দেশের সেবা করতে হলে সরকারকে সমর্থন দিতে হবে। আমাদের সাবইকে ঝাপিয়ে পড়ে এই দুর্যোগকে মোকাবেলা করতে হবে। আমরা কোন দলের, কোন মতের, কোন গোত্রের তা ভুলে গিয়ে দুর্যোগ মোকাবেলায় কাজ করতে হবে। মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন আরো বলেন, যে কোন সূচকেই বাংলাদেশ এখন এগিয়ে রয়েছে। এই দুর্যোগে পৃথিবীর অনেক দেশের সূচক নিচের দিকে নেমে গেছে, যেটি বাংলাদেশের ক্ষেত্রে হয়নি। এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।

সভায় এ সময়  উপস্থিত ছিলেন, ষ্টেশন কমান্ডার, কুমিল্লা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহীন ইকবাল, ৩৩ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল মাবুদ, ৩৩ পদাতিক ডিবিশনের এডিএমএল কর্ণেল মো. ইমরুল কায়েস চৌধুরী, ৩৩ পদাতিক ডিভিশনের জিএসও-১ লে. কর্ণেল জি এম সোহাগ প্রমুখ সামরিক ও বেসামরিক বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে নোয়াখালীর কোভিড রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য বিভাগকে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। এ ছাড়া তিনি জেলা শহর এবং বেগমগঞ্জ উপজেলার একাধিক স্থানে চলমান লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান তার সঙ্গে ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১