নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীতে নকল স্বর্ণ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ । গ্রেফতারকৃতরা হলো, কবিরহাট উপজেলার নলুয়ার মনির আহমেদের ছেলে মো. মিজান (৩৮) ও একই উপজেলার দরাপনগর নলুয়ার অমল চন্দ্র দের ছেলে সুমন চন্দ্র দেব (৩৮)। শনিবার রাতে চৌমুহনী বাজারের মোরশেদ কমপ্লেক্সের সামনে মিজানকে এবং অন্যজন সুমন চন্দ্র দেবকে তার কবিরহাটের দোকান থেকে গ্রেফতার করা হয়।
গতকাল রবিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের ফারহানা আক্তারের পুর্ব পরিচিত। সুবাদে ফারহানার নিকট মিজান ৯০হাজার টাকা মুল্যের দুই ভরি আট আনা ওজনের একটি স্বর্ণের বিস্কুট বিক্রি করে। ফারহানা এই স্বর্ণের বিস্কুট কেনার জন্য তার এবং মেয়ের স্বর্ণালঙ্কার সমমূল্যের ৯২হাজার ৩শত টাকা মিজানকে দিয়ে স্বর্ণের বিস্কুট কিনে নেয়। পরে ওই নারী ওই স্বর্ণের বিস্কুট নিয়ে একটি স্বর্ণের দোকানে গেলে জানতে পারে তা নকল। এ ঘটনার পর ফারাহানা বেগমগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মিজান ও সুমনকে গ্রেফতার করে। ফারহানার স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। পরে তারা পুলিশের কাছে স্বীকার উক্তি প্রদান করে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে মিজান ও সুমনসহ একই এলাকার ভুট্টু, ওতার ভাই মোঃ শিপন, মোঃ সবুজ, গাড়ী চালক হান্নান এবং চট্রগ্রামের ফারুক নামের একজনসহ ৭ জনের বিরুদ্ধে ফারহানা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।