নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় বরযাত্রীর এক নারী নিহত, শিশুসহ ১৫ জন আহত

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার  মান্নান নগর -আলেকজান্ডার সড়কের সমিতির মসজিদ নামকস্থানে  একটি  বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় কবলিত হয়। এতে সুমি আক্তার (৩০) নামের এক নারী নিহত  এবং আটজন শিশুসহ কমপক্ষে ১৫ জন বরযাত্রী

আহত হয়েছেন ।   আজ শুক্রবার দুপুর  দুইটার দিকে মসজিদ  এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী সুমি আক্তার এওজবালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে।

আহতদের মধ্যে  ১৫ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো মো. রাব্বি (২১), প্রাপ্তি (৪), সামিয়া আক্তার (৪), মো. শাওন (২), মো. দুলাল (৫), আনোয়ারা (২), মো. কাউছার (৩), মো. বিজয় (১২), ও মো. সিফাত (৯), বৃষ্টি আক্তার (১২),শিহাব উদ্দিন (৩৮), মুন্নি আক্তার (৩০), পপি আক্তার (১৮), রোজিনা আক্তার (২০), আবদুর রহমান (২৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান,সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর থেকে  বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি বাসটি  লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আজাদনগরে কনের বাড়িতে  যাওয়ার  পথে কালাদরাপ ইউনিয়নের সমিতি মসজিদ এলাকায়  মাইক্রোবাসের চাকা ফেটে যায়। এতে  গাড়িটি  নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্বে গাছের সঙ্গে সজোরে ধাক্কা  খেয়ে  হতাহতের ঘটনা ঘটে।  আহতদের মধ্যে সুমি আক্তারকে  নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে  আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ছৈয়দ মহি উদ্দিন মো. আজিম  জানান,  আহতদের মধ্যে আশংকাজনক চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  এবং  দুই শিশুকে অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১