নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী হাতুড়ী বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী ও বিস্ফোরক দ্রব্যসহ ১৪টি মামলার আসামি শাহাদাত হোসেন সজলকে(২৯) গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে তাকে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি জানান, জেলা ডিবির ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে শাহাদাত হোসেন সজলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সজল বসুরহাট পৌরসভার ০৪নং ওয়ার্ডের মোশারফ হোসেনের ছেলে।তার বিরুদ্ধে কোম্পনীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ১২ টি, ডিজিটাল নিরাপত্তা আইনে ১ টি ও দণ্ডবিধি আইনে ১ টিসহ মোট-১৪টি মামলা রয়েছে। এগুলো মামলা থাকার পরও সে আদালত থেকে জামিন না নিয়ে পলাতক অবস্থায় রয়েছে। এই অবস্থায় সে মেয়র আব্দুল কাদের মির্জার ছত্রছায়া থেকে কোম্পানীগঞ্জ থানা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, ত্রাস সৃষ্টিসহ বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে ও হাতুড়ী দিয়ে পিটিয়ে মানুষকে গুরুত্ব জখম করে পঙ্গু করে দেয়।