নিজস্ব প্রতিনিধি
যৌতুকের দাবীকৃত টাকা না পেয়ে স্ত্রী উর্মি আক্তারকে নির্যাতনের অভিযোগে পারভেজ আলম ফয়সারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত পারভেজ নোয়াখালীর কবিরহাট উপজেলার উত্তর লামছি গ্রামের নুরুর আফসারের ছেলে।
কবিবরহাট থানার ওসি টমাস বড়–য়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই গ্রামের ছায়দল হকের মেয়ে উর্মিকে(১৮) পাঁচ লাখ টাকা দেনমোহরে গত ১৫ জুন বিয়ে করে পারভেজ আলম ফয়সালকে(২৪)। বিয়ের সময় উর্মির পিতা তার স্বামীকে ৫০হাজার টাকার ১ভরি স্বর্ণালংকার দেয় । বিয়ের পর থেকে সে স্ত্রীকে তার বাড়িতে তুলে নেয়নি। বিয়ের কিছু দিন পর ফয়সল বিদেশ যাওয়ার কথা বলে উর্মির কাছে থেকে ২লাখ টাকা দাবী করে। তার বাবা একজন বাকপ্রতিবন্ধী ও গরীব হওয়ায় সে টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এই নিয়ে এলাকায় শালিশও হয়েছে।
ওসি আরও জনান, এ অবস্থায় টাকা না পেয়ে ক্ষিপ্ত ফয়সাল তার ভাই মিজানুর রহমানের প্ররোচনায় সোমবার দিবাগত রাতে উর্মিকে তার বাবার গিয়ে মারধর করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নির্যাতিতা তার স্বামী ফয়সাল ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। ওইদিন রাতেই স্বামী ফয়সলকে গ্রেফতার করা হয়। তাকে আজ বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি মিজান পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।