ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাট উপজেলার ফতেজঙ্গপুর গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মো. ইয়াছিন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপর ১টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতমো. ইয়াছিন ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। এ ঘটনান পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম জানান. দুপুর ১টার দিকে ইয়াছিন শিশুটিকে বাড়ির সামনের রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে । পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাক দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকদের পরামর্শে পরে শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ দিকে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান , ঘটনার পর শিশুটির পরিবার থেকে মৌখিকভাবে জানানো হয়্ । অভিযান চালিয়ে বিকালে অভিযুক্ত ইয়াছিনকে গ্রেফতার হয়।
এ ব্যাপারে আজ রাত ১০টা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। কারন হিসেবে ওসি জানান, শিশুটির পরিবারের লোকজন তার চিকিৎসা নিয়ে জেলা সদরে ব্যাস্ত থাকায় মামলা দায়েরে বিলন্ব হচ্ছে। তবে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।