কবিরহাট থানায় গ্রেফতারকৃত মোঃ রাশেদ পন্ডিত
নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাট ও সেনবাগ থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই বছর করে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম ।
তিনি জানান, কবিরহাট থানার পুলিশ ২ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ডিত সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি মোঃ রাশেদ পন্ডিতকে বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করে। সে ওই এলাকার গঙ্গাপুর গ্রামের আক্তারুজ্জামানে ছেলে।
সেনবাগ থানায় গ্রেফতারকৃত আবু ইউসুফ
অন্যদিকে সেনবাগ থানার পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক মোঃ আবু ইউসুফকে গ্রেফতার করে। সে ওই এলাকার অষ্টদ্রোন গ্রামের মোঃ আবদুর রবের ছেলে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত এ দুই আসামিকে আজ শুক্রবার আদারতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া ও সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা।