নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৫ মামলার আসামিসহ গ্রেফতার ৪

জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও জেলা ডিবি যৌথভাবে সোমবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী চরফকিরা ইউনিয়নের মো. সোহাগ (৩৫), একই এলাকার নজরুল ইসলাম মানিক (৩৬) এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী মুসাপুরের নূর হোসেন খাঁন সাহেব (৪২) ও এমরাদ হোসেন শিপনকে (৩৬) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক সহিংসতা ও জনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা রয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিআইও-১ সৈয়দ মো. ফজলে রাব্বী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত মো. সোহাগের বিরুদ্ধে অস্ত্রসহ ৬টি মামলা ও নজরুল ইসলাম মানিকের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে ১টি মামলা এবং নূর হোসেন খাঁন সাহেবের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ ১৫টি মামলা রয়েছে। মামলাগুলোতে সে এজাহারভুক্ত আসামি ও এমরাদ হোসেন শিপনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে ১টি মামলা রয়েছে।

শেয়ার করুনঃ

1 thought on “নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৫ মামলার আসামিসহ গ্রেফতার ৪”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০