নোয়াখালীর কোম্পানীগঞ্জে উদ্ধার হওয়া শিশুটির পরিচয় পাওয়া যায়নি

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাটে সোমবার দিবাগত রাত আড়াউটার দিকে ৭-৮ বছর বয়সী সাব্বির নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি নিজের নাম,তার পিতার নাম বলেও মায়ের নাম ও ঠিকানা বলতে পারছেনা। শিশুটি উদ্ধার হওয়ার পর থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তার অভিভাবকদের সন্ধান করা চেষ্টা অব্যাহত রেখেছে।

বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফ উদ্দিন আনোয়ার জানান, বসুরহাট নতুন বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন শিশুটিকে পেয়ে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে ছেলেটি তার নাম সাব্বির, পিতার নাম নজরুল এবং মায়ের নাম জানে না বলে জানায়। সে আরো জানায় তার মা বাবা সহ সে চট্টগ্রাম থাকে তবে কোথায় থাকে সেটা সে জানে না। একপর্যায়ে ছেলেটি জানায় তাদের মুল বাড়ি নোয়াখালীর মাইজদীতে। ছেলেটি একেক সময় একেক কথা বলে। বর্তমানে তাকে কোম্পানীগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। তার প্রকৃত অভিভাবককে খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে। ওসি আরও জানান, ছেলেটির অভিভাবককে খুঁজে না পাওয়া গেলে তাকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দেয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১