মো. হাবিবুর রহমান, চাটখিল : জেলার চাটখিল উপজেলা লক্ষ্মণপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বিধবা শিপু বেগমের (৫০) বসতঘরে হামলা, ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় শিপু বেগম ও তার দুই ছেলে মো. সোহেল (২৫) ও মো. শাকিল (২২) গুরুতর আহত হন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে বিধবা শিপু বেগম চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামে শিপু বেগমের বসতঘরে নোয়াপাড়া গ্রামের চৌধুরী মিয়ার ছেলে জাকির হোসেনের (৩০) নেতৃত্বে ৫-৬ জনের এক সন্ত্রাসী দল হামলা চালায়। তারা বিধবার বসতঘর ভাঙচুর ও ঘরের আসবাবপত্র তছনছ করে। এ সময় বিধবা ঐ নারী ও তার ছেলেরা বাধা দিলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি পিটিয়ে তাদেরকে আহত করে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এই ঘটনার তদন্ত চলছে।
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত