মো. হাবিবুর রহমান, চাটখিল : পূর্বশত্রুতার জের ধরে জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর দেওয়ান বাড়ির আবু সিদ্দিকের ছেলে ব্যবসায়ী চাঁন মিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে চাঁন মিয়ার বাবা দেওয়ান বাড়ির তিনজনের বিরুদ্ধে গতকাল রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবু সিদ্দিকের ছেলে চাঁন মিয়া তাদের বাড়িতে একটি মুরগির খামার পরিচালনা করে আসছেন। এই মুরগির খামারকে কেন্দ্র করে এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই বাড়ির ছালেহা বেগম, খোদেজা বেগম মনি ও হুমায়ন মাষ্টারদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের সূত্র ধরে তারা আবু সিদ্দিকের পরিবারকে হেনস্থা করার জন্য প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে আসছে। গত ১৫ জুলাই ছালেহা বেগমের নাতনিকে (১৫) শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ এনে ছালেহা বেগম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই রাতেই চাঁন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন ১৬ জুলাই সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় তাকে জেলহাজতে প্রেরন করা হয়।
এ ঘটনায় চাঁন মিয়ার বাবার অভিযোগের সাথে একমত প্রকাশ করে তাদের গ্রামের প্রায় শতাধিক মানুষ ওই মামলাকে মিথ্যা ও সাজানো দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণস্বাক্ষর করে একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে কালিকাপুর গ্রামের ঠিকাদার মো. নজরুল ইসলাম ও দেওয়ান বাড়ির জামাল এবং কলেজ ছাত্র রাসেলসহ এলাকার অনেকের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে সবাই ঘটনাটাকে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো নাটক বলে দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি তদন্ত করে রির্পোট দিতে চাটখিল থানার ওসিকে দায়িত্ব দেয়া হয়েছে।
নোয়াখালীর চাটখিলে মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ
- সুবর্ণ প্রভাত
- জুলাই ২৬, ২০২১
- ১:০৭ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
হামাস-ইসরাইল যেভাবে চুক্তিতে পৌঁছেছে
•
জানুয়ারি ২০, ২০২৫
নবযুগ সূচনার প্রতিশ্রুতি ট্রাম্পের
•
জানুয়ারি ২০, ২০২৫