মো. হাবিবুর রহমান, চাটখিল : জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের লকডাউনে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে মৃত ব্যক্তির জন্য গণভোজের আয়োজন করায় আয়োজনকারী বজলুর রশিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা এ জরিমানা করে তা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের মেঘা পুরাতন পাটোয়ারী বাড়িতে এক মৃত ব্যক্তির জন্য গণভোজের আয়োজন করা হয়। এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে আয়োজক বজলুর রশিদকে রোগ প্রতিরোধ সংক্রমন আইন-২০১৮ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং আয়োজিত গনভোজ অনুষ্ঠান বন্ধ করে দেন। তবে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে ইউএনও রান্না করা সকল খাবার গণভোজের দাওয়াত পাওয়া সকল মেহমানদের ঘরে ঘরে পৌঁছে দেয়ার নির্দেশ দেন।
নোয়াখালীর চাটখিলে লকডাউন উপেক্ষা করে গণভোজের আয়োজন করায় জরিমানা
- সুবর্ণ প্রভাত
- জুলাই ৩০, ২০২১
- ১২:২৪ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত