নোয়াখালীর চাটখিলে লোকমান ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে লোকমান হোসেন দুলাল ওরফে লোকমান ডাকাত (৪৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লোকমান উপজেলার বদলকোট ইউনিয়নের বদলকোট গ্রামের মৃত ওবায়েদুল হকের ছেলে।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, ওই ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার খিরিহাটি গ্রামের জনৈক বেলাল হোসেন (৬৩) তার নাতি রায়হানকে বিদেশ পাঠানোর জন্য হালিমাদীঘি বাস কাউন্টারে যাওয়ার পথে ওই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামে ছালেনুর পাঞ্জাগানা মসজিদের সামনে সড়কের উপর আসামি লোকমান ডাকাত তার আরো তিন সহযোগীসহ ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এ সময় স্থানীয় লোকজন লোকমানকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে লোকমান ডাকাতকে গ্রেফতার করে।
এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

চাটখিলে ১১ মামলার পলাতক আসামি গ্রেফতার

জেলার চাটখিল থানা পুলিশ খিলপাড়া শংকরপুরের সন্ত্রাসী, হত্যা ও ডাকাতিসহ ১১ মামলার পলাতক আসামি নুরুল ইসলাম ওরফে বাংলাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওসি আবুল খায়েরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শংকরপুর থেকে তাকে গ্রেফতার করে।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত নুরুল ইসলাম ১১ মামলার পলাতক আসামি। সে দীর্ঘদিন পলাতক ছিল। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০