সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা দেশের ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভায় ভোট আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্যে নোয়াখালীর ৩ উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন ওইদিন ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নোয়াখালীর ইউনিয়নগুলো হচ্ছে, সুবর্ণচরের চরবাটা, চরক্লার্ক, চরওয়াপদা, চর আমানউল্যাহ, পূর্ব চরবাটা ও মোহাম্মদপুর, কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ও চরহাজারী এবং হাতিয়া উপজেলার চর ঈশ্বর, চরকিং, তমরদ্দি, সোনাদিয়া, বুড়িরচর, জাহাজমারা ও নিঝুমদ্বীপ।
গতকাল বৃহস্পতিবার বিকালে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাচন ভবনের সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান ।