সুবর্ণ প্রভাত ডেক্স
বৃহত্তর নোয়াখালী জেলার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফ (৮৩) ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত তিন মাস ধরে তিনি ক্যান্সারে ভুগছেন। বুধবার রাতে তার বড় ছেলে একে এম ইব্রাহিম সুকার্ণ তথ্য নিশ্চিত করে জানান. তার বাবার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তিনি ঠিক মতো কথাও বলতে পারছেন না। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের ক্যান্সার বিশেজ্ঞ ডাঃ অসীম কুমারের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক মোহাম্মদ হানিফের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা তার ছেলে সুকার্ণ।