নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর প্রবীণ রাজনীতিবিদ সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফের সহধর্মীনি হোসনে আরা বেগম ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর রাত ৩ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।
মৃত্যুকালে হোসনে আরা বেগম স্বামী,দুই মেয়ে ও তিন ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ বাদ আছর পুরাতন নোয়াখালী সরকারি কলেজ এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।