নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার এক অনুসারী নাজিম উদ্দিন (বাদল) এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের আরেক অনুসারী মাহবুবুর রহমান আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ ৮টি মামলা রয়েছে। যা তদন্তাধীন।
জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে পাঠানো তথ্যে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জা কদেরের অনুসারী নাজিম উদ্দিন বাদলকে (৪২) তার নিজ বাড়ি চরকাঁকড়া থেকে তাকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। সে ওই এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে। অন্যদিকে আজ শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে মিজানুর রহমান বাদলের অনুসারী মাহবুবুর রহমান আরিফকে (৫০) তার বোনের বাড়ি সুবর্ণচরের চরবাটা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে কোম্পানীগঞ্জের চরকাঁকড়ার মৃত খলিলুর রহমানের ছেলে। আরিফ চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আরিফ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার হিসেবে কর্মরত ।
এ দিকে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ও তার ঘেষিত চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাদলকে গ্রেফতারের প্রতিবাদে কাদের মির্জার সমর্থকরা বসুর হাট ও টেকের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে।