ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পলানোর কালে ৩৫ জন রোহিঙ্গা আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) ও কোস্টগার্ড। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম জানান, রবিবার রতে ভাসানচর রোহিঙ্গা শরণার্থী আশ্রয় কেন্দ্রের ক্লাস্টারঃ ৫০, রুম নং: বি/১১, এফসিএনঃ ১২২১১৯ থেকে মোঃ আইয়াছ এর স্ত্রী শফিকা তার দুই শিশু মেয়ে।আজিদা (৪) ও আছমিদ (১)সহ
৩৫ জন রোহিঙ্গা নাগরিক ভাসানচর থেকে পলায়নের উদ্দেশ্যে বিসিজি স্টেশন ভাসানচর থেকে ৫ কিলোমিটার পূর্ব দক্ষিন জংগলে পলায়নরত অবস্থায় রাহিঙ্গা পুরুষ, নারী ও বাচ্চাদেরকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের থানা পুলিশের সহায়তায় আজ সোমবার ে দুপুর ২টার দিকে শরণার্থী ত্রান ওপূর্ণবাসন অফিসে( সিআইসি ) হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।