নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর কালে একদিনে ৩ দালালসহ ৪৭ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালানোর কালে ৩ দালালসহ আরও ৪৭ জন নারী, পুরুষ ও শিশু রেহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ।  এদের মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্বর্ণদ্বীপের দক্ষিণ পাশে  নদীর এলাকার চর থেকে স্থানীয় ৩ দালাল ২৬ রোহিঙ্গা এবং   অপর ১৮ রোহিঙ্গাকে একই  রাত আড়াইটার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে স্থানীয় লোক জন আটক করে পুলিশে সোপর্দ করে ।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার  রাত সাড়ে ১০টার দিকে একটি কাঠের নৌকায় করে ৩ দালালসহ ২৬ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু পালানোর কালে স্বর্ণদ্বীপের দক্ষিণ পাশে চরে নৌকাটি আটকে যায়। এ সময় জেলেরা ঘটনাটি কোষ্টগার্ডকে জানায় এবং কোষ্টগার্ডের নির্দেশে জেলেরা রাত সাড়ে ১২টার দিকে নৌকাসহ রোহিঙ্গা ও দালালদের আটক করে  ভাসানচরে নিয়ে আসে। পরে তাদেরকে  কোষ্টগার্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটককৃত দালালরা হলো হাতিয়ার চর গেসিয়ার ইসলামপুরের অচি আলম ছেলে নৌকার মাঝি মোঃ হানিফ (৩০) রেহেনীয়া (বেরীর পাশে) মৃত আমিন উল্লাহ’র ছেলে মোঃ শামীম (২৭) এবং চর গেসিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে মোঃ শামীম (১৫)।  আটকৃত রোহিঙ্গারা হলো, মোঃ রহিম (৩৮), নুর বাহার (২৭), শওকত আরা (১৪), আয়শা (১০), তোফায়দুল (৫), মরিয়ম (৯ মাস), সর্ব ক্লাস্টারঃ ১১ জলিলুর রহমান (৫০), ফাতেমা (২৫), নুর হোসেন (১২), সর্ব ক্লাস্টারঃ ৫৪ জাহেদ হোসেন (৩৮), মিনারা বেগম (৩০), নুর সাহারা (৮), নুর কলিমা (৬), নুর ফাতেমা (৩), সর্ব ক্লাস্টারঃ ১০ ওমর হামজা (৩০),  শাহিনা আাক্তার (৬), রুহুল আমিন (৫), সর্ব ক্লাস্টারঃ ৭  খায়ের হোসেন (২৭), হামিদা বেগম (২২), মোস্তফা কামাল (৮), নুর ফাতেমা (৪), সর্ব ক্লাস্টারঃ ১০ মুবিনা খাতুন (১৬), সর্ব ক্লাস্টারঃ ১০  আক্তার উল্যা (৩০), সাবিকুন নাহার (১৮), সাদেকা বিবি (৭), হায়দারা বিবি (৫), সর্ব ক্লাস্টারঃ ৭।

ন্য দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে যাওয়ার  কালে ১০ শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে চেয়ারম্যান ঘাট এলাকার লোকজন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককতরা হাছন, ইদ্রিস (৩৮), শুকতারা (২৮), মিজানুর রহমান (১২), তাসলিমা (৯), নূর হাসান (১৭), নুরুল আমিন (৩৫), রাশিদা বগম (৩০), রাজিনা আক্তার (১২), মুনতাহা (৭), শাখায়ত (৫), শাহীন ফাতমা (৪), ফাহাদ (৩), সয়দ আহম্মদ (৩৫), খতিজা (২৫), মিনারা (৬), নূর আংকিছ (৫), মা হুমায়র (৩) ও ইয়াছিন (২৫)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকার  চতলার ঘাটের জঙ্গল থেকে  এলাকার লোকজন তাদের আটক  করে।

জানা যায়,  আটককৃত ৪৪ রোহিঙ্গাকে  পুনর্বাসন কর্তৃপক্ষের মাধ্যম ভাসানচরে রাখা হবে এবং ৩ দালালদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১