অধ্যক্ষ রমানাথ সেন : যে কোনো এলাকাতেই সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলোর প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। সাংস্কৃতিক পরিবর্তনও আপেক্ষিকভাবেই হয়ে থাকে। বংশগত পরম্পরা সেখানে বিশেষ ভূমিকা পালন করে থাকে অনেক ক্ষেত্রে। ১৯৪৮ সালে নদীভাঙা পুরনো নোয়াখালী শহরটি যখন সোনাপুর-মাইজদী অঞ্চলকে ঘিরে গড়ে উঠতে শুরু করে তখন এখানে কোনো সংগীত বিদ্যালয়, নাট্যচর্চাকেন্দ্র, নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র বলতে কিছুই ছিল না। এসব বিষয়ে ভালো কোনো প্রশিক্ষকও ছিলেন না। একটি অনগ্রসর, নবগঠনোন্মুখ জেলা শহরে সাংস্কৃতিক অঙ্গনের উপরোক্ত বিষয়গুলোতে ব্যক্তিগত, পারিবারিক, সমষ্টিগত উদ্যোগেই বিভিন্ন উপলক্ষে আবৃত্তি, গান, নাচ, নাটকের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হতো। মঞ্চগুলো অধিকাংশই তৈরি হতো সাময়িকভাবে। অনুষ্ঠান শেষে তা ভেঙে ফেলা হতো। ঐ সময় নোয়াখালীতে সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করতেন তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন কণ্ঠে সত্যগোপাল নন্দী, মোঃ আবদুল ওয়াসী, অতুল সূত্রধর, খগেন্দ্র কুমার রায় চৌধুরী, ভক্তিময় ঘোষ, কন্ঠ ও বাঁশিতে সলিল মজুমদার, দোতারায় আবদুস সালাম, সেতারে অমূল্য সূত্রধর, বেহালায় মনোরঞ্জন আঁইচ, তবলায় রমনী মোহন দাস, মুরারী মোহন দেব, অনাথ বন্ধু নাথ, বীরেন্দ্র কুমার সাহা ম ল, ডা. ক্ষিতিশ রায় চৌধুরী (বেহালা ও সানাই), দেবেন্দ্র সূত্রধর (কণ্ঠ, জলতরঙ্গ), সংগঠকের দায়িত্ব পালন করতেন আকবর হোসেন চৌধুরী মজনু, প্রমথ নাথ সেন দুলাল, বেনু মজুমদার, নাজমুল আহসান মন্টু, মোঃ হারুন, কানু মজুমদার প্রমুখ। তখন নতুন নতুন গান শেখার জন্য কলের গানই ছিল প্রধান ভরসা। এছাড়া একমাত্র সিনেমা হল ‘রৌশন বাণী টকিজ’-এ প্রতিদিন প্রদর্শনী শুরু হবার আগে তখনকার জনপ্রিয় গান মাইকে বাজান হতো। গানপাগল অথচ ঘরে বা ধারে-কাছে কোথাও কলের গান নেই, এমনদের জন্য ভরসা ছিল সিনেমা হলের ঐ গানগুলো। মাইকের ঐ গান শুনে শুনে গানের কথা ও সুর উভয়ই মুখস্ত করতে হতো। এমনি করে একেকটি গান আয়ত্ব করতে অনেক সময় লেগে যেতো। ঘরে ঘরে বেতারের প্রচলনও তখন হয়নি। সারা শহরে হাতেগোনা দু’চারটি বাসায় হয়তো এর ব্যবস্থা ছিল। শহরের হিতৈষী প্রেসের মালিক আকবর হোসেন চৌধুরী মজনু সংস্কৃতি অনুরাগী ছিলেন। তিনি তার বাসায় মাঝে মাঝে গানের আসর বসাতেন। গোপাল দা, অতুল দা, সালাম ভাই, সলিল দাসহ কয়েকজন সংগীতানুরাগী একান্ত ঘরোয়া পরিবেশে অনেক রাত পর্যন্ত গান-বাজনা করতেন। শ্রোতা হিসাবে পারিবারিক ও আশপাশের সংগীত রসিকজন উপস্থিত থাকতেন। এ ধরনের আয়োজন পরবর্তীতে আরো কয়েক বাসায় হতে দেখেছি। ইয়াকুব আলী, বাবু শৈলেশ চন্দ্র রায়, শহীদুল ইসলাম (তনু) ও তোফাজ্জল হোসেন এদের মধ্যে উল্লেখযোগ্য।
নাটকের চর্চা যেটুকু হতো তা ছিল টাউন হলকেন্দ্রিক। ওখানে বিভিন্ন নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মহড়া হতো। ইয়াকুব আলী, আমিনুর রসুল, নির্মল কৃষ্ণ মজুমদার, কাজী মাহফুজুল হক মাধু মিয়া, আকবর হোসেন চৌধুরী, মফিজুল হায়দার চৌধুরী প্রমুখরাই প্রধানত নাটক পরিচালনা করতেন। বয়োজ্যেষ্ঠদের মধ্যে অভিনয় করতেন সন্তোষ কুমার রায়, সন্তোষ গুপ্ত, শচীন দত্ত, নিকুঞ্জ বিহারী চৌধুরী, ডা. গফুরসহ আরো অনেকে। নারী চরিত্রে অভিনয় করার জন্য কোনো মেয়েকে পাওয়া যেতো না। ছেলেরাই মেয়ে সেজে অভিনয় করতেন। নারী চরিত্রে অভিনয় করতেন মিলন ভট্ট, বিমলেন্দু মজুমদার, মোঃ নুরুজ্জামান, আবদুল হাই এবং দেবু দে প্রমুখ। ধীরে ধীরে এর পরিবর্তন হয়েছে। এই টাউন হলেই নারী চরিত্রে নারীরাই প্রথম অভিনয়ের মাধ্যমে কল্যাণ মিত্রের ‘দায়ী কে’ নাটক মঞ্চস্থ করে।
এই নাটকে প্রথম মায়ের ভূমিকায় অভিনয় করেন মরহুম শহিদ উদ্দীন এস্কান্দার কচি ভাইয়ের সহধর্মিণী লায়লা আর্জুমান্দ রুবী এবং তার সাথে অন্য তিনটি নারী চরিত্রে অভিনয় করেন কচি ভাইয়ের তিন ভাগ্নী ফরিদা খানম সাকী, শিরীন জাহান দিলরুবা আলেয়া ও ফৌজিয়া আক্তার। এ নারী শিল্পীদের অভিনয়ের মধ্য দিয়ে এ অঞ্চলের নাটকে নারীদের আবির্ভাব ঘটে। বিচারকের ভূমিকায় অভিনয় করেন কচি ভাই। নাটকে অন্যদের মধ্যে ছিলেন রামেন্দু মজুমদার, বিমলেন্দু মজুমদার, নেজামুল হক নেজু প্রমুখ। সে নাটকে স্মারক (প্রমোটর) ছিলেন ভক্তি ঘোষ, হারমোনিয়ম বাজিয়ে আবহসঙ্গীতের পর্বটি সম্পন্ন করি আমি। নাটকটি পরিচালনা করেছিলেন কাজী মাহফুজুল হক। পরে নাটকের নারী চরিত্রে মায়া হকের আবির্ভাব ঘটে।
পৌরকল্যাণ হাইস্কুলে প্রতিবছর অন্তত একটি নাটক মঞ্চস্থ হতো। ঐ নাটকে স্কুলের ছাত্র ছাড়াও কয়েকজন শিক্ষক অভিনয় করতেন। ঐ শিক্ষকদের মধ্যে অভিনয় করতেন ষষ্ঠীচরণ বিশ্বাস, তারকবন্ধু নাথ, মাধব কুমার দত্ত প্রমুখ। প্রধান শিক্ষক বাবু প্রফুল্ল কুমার ভট্ট পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সকলকে খুব উৎসাহ দিতেন। হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয় ও অরুণচন্দ্র উচ্চবিদ্যালয়েও অনুরূপ কর্মকাণ্ড পরিচালিত হতো। রবীন্দ্রজয়ন্তী, নজরুলজয়ন্তী ও নববর্ষে কল্যাণ স্কুল কর্তৃপক্ষ প্রভাতফেরির আয়োজন করতো। কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করার জন্য গোপালদা, অতুলদা, মজনু ভাই, দুলাল দাসহ কয়েকজকে দায়িত্ব দিতেন ভট্ট বাবু।
মাইজদী গালর্স একাডেমির পাশে ছিল প্রসন্ন মজুমদার মহাজনের বাড়ি। পৌরকল্যাণ উচ্চবিদ্যালয়ের সামনে রাস্তার অপরপ্রান্তে প্রসন্ন বাবুর একটি দোকান ছিল। গান-বাজনা, নাটক ইত্যাদি খুব ভালোবাসতেন তিনি। তার বাড়ির পাশাপাশি সত্যগোপাল নন্দী ও এমএ ওয়াহেদের বাড়ি ছিল। সংস্কৃতিমনা প্রসন্ন বাবু তার দোকানঘর জায়গাসহ দান করেছিলেন সংস্কৃতিকর্মীদের জন্য। সময়টা ১৯৫৮ কি ১৯৫৯ সালের দিকে। ১৯৬২ সালে শহীদুল ইসলাম তনু, এমএ ওয়াহেদ, শৈলেশ চন্দ্র রায়, আকবর হোসেন চৌধুরী, প্রমথনাথ সেন, আবদুস সালাম, সত্য গোপাল নন্দী প্রমুখের প্রচেষ্টায় ঐ গৃহে প্রথমে ‘স্কুল অব ফাইন আর্টস’ পরে ‘ললিতকলা বিদ্যালয়’ নামে একটি সংগীত বিদ্যালয় স্থাপিত হয়।
এখন সে স্থান থেকে ‘ললিত কলা বিদ্যালয়’ কল্যাণ স্কুলের পিছনে স্থানান্তর করা হয়েছে। সত্যগোপাল নন্দীর বড় ছেলে কেশব নন্দী (কণ্ঠ ও তবলা)-এর তত্ত্বাবধায়ক ও অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। কমিটির কর্মকর্তা ছিলেন শহীদুল ইসলাম (তনু), এমএ ওয়াহেদ ও শৈলেশ চন্দ্র রায়। শিক্ষক হিসেবে ছিলেন মোঃ আবদুল ওয়াসী। তিনি ঢাকা মিউজিক কলেজের ছাত্র ছিলেন। তবলায় শিক্ষক ছিলেন বাবু বিমলেন্দু মজুমদার।
১৯৬২ সালে শিশুদেরকে সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করার মানসে সাবেক এমপি মাহমুদুর রহমান বেলায়েতসহ আরো কয়েকজন সাংস্কৃতিক কর্মীর প্রচেষ্টায় ‘মৌমাছি কচিকাঁচার মেলা’ নামে শিশু সংগঠন আত্মপ্রকাশ করে। এর কর্মকাণ্ড পরিচালিত হতো টাউন হলের একটি কক্ষে। কচিকাঁচার মেলার পরিচালনায় ‘মৌমাছি সংগীত বিদ্যায়তন’ আত্মপ্রকাশ করে ১৯৭২ সালে। এতে পরিচালক কাজী মাহফুজুল হক, সম্পাদক বিমলেন্দু মজুমদার, সংগঠক মহিউদ্দিন ফারুক ছিলেন। এই সময় সাংবাদিক আবু তাহের, আসাদুজ্জামান বেলাল, বখতিয়ার শিকদার, মাহমুদুল হক ফয়েজ, আমিনুল ইসলাম মিলনসহ আরো অনেকে ছিলেন। শিক্ষক ছিলেন কুমিল্লার শ্রী কুলেন্দু দাস (কণ্ঠ), ময়মনসিংহের প্রদীপ জোয়ারদার (কণ্ঠ), আমি রমানাথ সেন (কণ্ঠ) এবং শ্রী গৌরাঙ্গ সরকার (তবলা)।
১৯৬৪ সালে শিল্পীদেরকে সংগঠিত করার লক্ষ্যে শিল্পীদেরই সম্মিলিত চেষ্টায় ‘নোয়াখালী শিল্পী সংঘ’ প্রতিষ্ঠিত হয়। পৌরকল্যাণ উচ্চবিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশে একটি টিনের চৌচালা ভাড়া ঘরে এ সংঘের কার্যক্রম শুরু হয়। সংঘের সভাপতি ছিলেন কাজী মাহফুজুল হক, সাধারণ সম্পাদক বিমলেন্দু মজুমদার, যুগ্ম সম্পাদক রমানাথ সেন ও প্রচার সম্পাদক আনোয়ারুল ইসলাম চুন্নু। তখন এখানে অনেক শিল্পী আসতেন। চৌমুহনী থেকে আসতেন শ্রী জগদীশ সাহা (কণ্ঠ), বীরেন চক্রবর্তী (কণ্ঠ), সরোজ সাহা ম ল (তার সানাই) এবং তালাত মাহমুদের কন্ঠে ‘তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তাই জানে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কে জি মোস্তফা। এখানে সন্ধ্যার দিকে প্রায়ই গানের আসর বসতো। শিল্পী, শিল্পানুরাগীদের পদচারণার ফলে কল্যাণ স্কুল ও তৎসংলগ্ন দক্ষিণাঞ্চলে একটি সাংস্কৃতিক পরিম ল গড়ে উঠেছিল। সে সময়ে তুলির আঁচড়ে বিভিন্ন ধরনের ছবি এঁকে চিত্রকর হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করেন শিল্পী মরহুম মফিজুল হক।
১৯৬৭ সালে ফাল্গুনী নাট্যগোষ্ঠীর জন্ম হলে এতে সভাপতি হিসেবে ছিলেন কে জি মোস্তফা ও সম্পাদক প্রকৌশলী আবদুল গোফরান। এক সময় ফাল্গুনী নিস্ক্রিয় হয়ে যাবার পর রামেন্দু মজুমদার, কাজী মাহফুজল হক, আবু তাহের ও জগদীশ সাহার উদ্যোগে জন্ম নেয় বহুব্রীহি।
১৯৭২ সালের শেষের দিকে তৎকালীন জেলা প্রশাসক আনিসুর রহমানকে সভাপতি, সাংবাদিক কামাল উদ্দিন আহমেদকে সম্পাদক, শৈলেশ চন্দ্র রায়কে দপ্তর সম্পাদক, জাহাঙ্গীর সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ‘নোয়াখালী সংগীত বিদ্যালয়’ যাত্রা শুরু করে। ভবনটি তৈরি হয় কোর্ট বিল্ডিংয়ের দিঘির দক্ষিণ-পূর্ব কোণে। জেলা প্রশাসকের আন্তরিক প্রচেষ্টায় এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুর রশিদের আর্থিক সহযোগিতায় ভবনটি নির্মিত হয়। ঐ সময় জেলা প্রশাসক ছাড়াও এডিসি (সার্বিক) মুক্তিযোদ্ধা চৌধুরী সানওয়ার আলী (বাঘা বাঙালি), এডিসি (রিলিফ) উপেন্দ্র চন্দ্র সরকার, মহকুমা প্রশাসক মার্ত্য প্রতাপ বড়ুয়া, রিলিফ অফিসার রেজা এ রাব্বী, জেলা জজ অমিয় ভূষণ পোদ্দার, নোয়াখালী জেনারেল হাসপাতালের ডা. মশিউর রহমান, ডা. আতা-এ-রাব্বী এবং উপেন্দ্র চন্দ্র সরকার সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ অবদান রাখেন। নোয়াখালী সংগীত বিদ্যালয়ের সংগীত শিক্ষক ছিলেন কুলেন্দু দাস (কুমিল্লা), অতুল সূত্রধর, গৌরাঙ্গ চন্দ্র সরকার ও পরে আবু তাহের। পরবর্তীতে সংগীত বিদ্যালয়কে শিল্পকলা একাডেমিতে রূপান্তর করা হয়।
সত্তরের দশকের সময়টাকে নোয়াখালীর সংগীতাঙ্গনের সবচেয়ে জমজমাট সময় বলা যেতে পারে। ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ, একুশে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী, নজরুলজয়ন্তী, নবান্ন উৎসব দিনগুলো যথাযোগ্যভাবে পালিত হতো। তখনকার অনুষ্ঠানগুলোতে ‘গীতিনকশার প্রাধান্য ছিল’। সত্তর এবং পরে আশির দশকে কয়েকটি গীতিনকশা, নৃত্যনাট্য লেখা ও সুরারোপ করা হয়েছে এবং মঞ্চস্থ হয়েছে। মনে পড়ে গীতিনকশা ‘নবান্ন’, ‘ভাঙাগড়া নোয়াখালী’ রচনা করেন বিমলেন্দু মজুমদার। নবান্নর একটি গান ‘ও পদ্মা…’ সুর করেন কুলেন্দু দাস এবং অন্যান্য গানগুলো সংগৃহীত। ‘ভাঙাগড়া নোয়াখালী’ গানগুলোর সুর করেন সত্যগোপাল নন্দী, চিত্তরঞ্জন ভূঞা এবং আমি। আশির দশকে নৃত্যনাট্য ‘মেঘনাপাড়ের পাঁচালী’ রচনা করেন বদিউজ্জামান বড়লস্কর। তিনি জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ছিলেন। এ সময়ে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বিমলেন্দু মজুমদার রচিত ও রমানাথ সেনের সুরে ‘আইয়েন বেকে দেশ গড়ি’ নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। এ সময় মফিজুল হক চিত্রশিল্পী হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখেন।
স্বাধীনতা-পরবর্তী সময়ে এখানে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান উপলক্ষে বেশকিছু দেশাত্ববোধক ও প্রাসঙ্গিক গান রচিত ও সুরারোপিত হয়েছে। ঐ গানগুলো বিমলেন্দু মজুমদার, ত ম ফারুক, ফরহাদ মজহার, এ এ কে এম ফেরদৌস, কামরুন্নেছা হাবিবসহ আরো অনেকে রচনা করেছিলেন এবং সুরারোপ করেছেন কুলেন্দু দাস, সত্যগোপাল নন্দী, অতুল সূত্রধর, আমি ও চিত্তরঞ্জন ভূঁঞা প্রমুখ। এ সময় বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয়ভাবে লেখা ও সুরারোপিত গানগুলো গাওয়ার প্রবণতা বেশি পরিলক্ষিত হতো। সত্তরের দশকে জেলায় জেলায় এক্সিবিশন বা প্রদর্শনী হতো। শহীদ ভুলু স্টেডিয়ামে এই প্রদর্শনীর প্রধান আকর্ষণ ছিল সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, পুতুল নাচ, সার্কাস, রাতভর যাত্রা ইত্যাদি। তখন শহরের বিভিন্ন নাট্যসংগঠন এসে মঞ্চে নাটক মঞ্চস্থ করতো।
১৯৭৪ সালে কয়েকজন তরুণ নাট্যপ্রেমিক বখতিয়ার শিকদার, প্রদীপ মজুমদার, আবদুল আউয়াল, মেসবাহউদ্দিন আহমেদসহ আরো কয়েকজন নাট্যকর্মীর চেষ্টা ও উৎসাহে ‘অভিনয় নোয়াখালী’ নামে একটি নাট্য সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এর আগেও এদেরই কয়েকজনকে নিয়ে অপর একটি নাট্য সংগঠন ‘চতুরঙ্গ’ গঠিত হয়েছিল। এসব তরতাজা তরুণের পদচারণায় এখানকার নাট্যাঙ্গন আরো বেগবান হয়। অন্যান্য দলের মতো এ দলটিও জেলার নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। এর সভাপতি ছিলেন বখতিয়ার শিকদার এবং সম্পাদক মনু গুপ্ত।
১৯৭৮ সালের জানুয়ারিতে নোয়াখালী পৌরহলের দ্বার উন্মোচন হলো। ঐ সময় পৌরসভার চেয়ারম্যান মোস্তাক আহমেদ এবং জেলা প্রশাসক ছিলেন জিয়াউদ্দিন মোহাম্মদ চৌধুরী। পৌরহলের কাজ যখন পূর্ণদ্যোমে চলছিল তখন সারা শহরে একটি কথা প্রচারিত হয়েছিল যে, ঐ হলটি একটি সিনেমা হল হবে। এ বিষয়টি সংস্কৃতিকর্মীদের ভীষণভাবে নাড়া দিয়েছিল। সবাই মিলে পৌর চেয়ারম্যান ও জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে হলটিকে পুরোপুরিভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করার জোর দাবী জানান। এতে নেতৃত্ব দেন কাজী মাহফুজুল হক, মফিজুল হায়দার চৌধুরী, আকবর হোসেন চৌধুরী প্রমুখ। পরে হলটি সিনেমা হলে রূপান্তরিত করার সিদ্ধান্ত বাতিল করা হয় এবং তখন থেকে পৌরহলে সাংস্কৃতিক অনুষ্ঠানাদিই হয়ে আসছে। এখন তা নেই।
মুক্তিযুদ্ধ-পূর্ব অর্থাৎ পাকিস্তান আমলের ‘আর্টস কাউন্সিল নোয়াখালী’-এর সাধারণ সম্পাদক ছিলেন প্রাদেশিক পরিষদের স্পিকার, নোয়াখালীর কৃতি রাজনীতিবিদ আবদুল মালেক উকিল। যুদ্ধ-পরবর্তী সময়ে এর নাম হয় ‘শিল্পকলা পরিষদ, নোয়াখালী’। এর সভাপতি ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল করিম। ১৯৭৫ সালে এর নাম হয় ‘শিল্পকলা একাডেমী’। ১৯৭৫-৭৮-এ শিল্পকলা পরিষদের সভাপতি ছিলেন জেলা প্রশাসক ও সাধারণ সম্পাদক ছিলেন মফিজুল হায়দার চৌধুরী। ১৯৭৮ সালে ‘শিল্পীপুল’ নামে একাডেমির জন্য নিজস্ব একটি শিল্পীদল গঠিত হয়। পরবর্তীতে তা বিলুপ্ত করে একাডেমিতে প্রশিক্ষণ ব্যবস্থার প্রবর্তন করা হয়। ঢাকা থেকে বিশেষজ্ঞ শিল্পীরা জেলা শহরে এসে স্থানীয় শিল্পীদের মধ্য থেকে সাক্ষাৎকারের মাধ্যমে কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, তালযন্ত্রশিল্পী, নাট্যশিল্পী, আবৃত্তিশিল্পী বাছাই করতেন। বর্তমানে প্রশিক্ষকদের মধ্যে আছেনÑ সংগীতে রমানাথ সেন, মোঃ কামালউদ্দীন, সুখেন্দু বিকাশ ভৌমিক, মোঃ মোজাম্মেল হক, নৃত্যে বানী সাহা, সজল মজুমদার, তালযন্ত্রে তপন বিকাশ মজুমদার, সঞ্জিত দাস, শিমুল দাস ও চিত্রাংকনে অজয় দত্ত, মোঃ জহির উদ্দিন সুজন।
১৯৭৮ সালের পর নোয়াখালী শিল্পকলা একাডেমির সম্পাদক পদে ছিলেন সাংবাদিক বখতিয়ার শিকদার। কালচারাল অফিসার ছিলেন তাপস ঘোষ। ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ম্যাজিষ্ট্রেট দীলিপ কুমার সাহা সম্পাদকের দায়িত্ব পালন করেন। যুদ্ধ-পরবর্তী সময়ে শিল্পকলা পরিষদের কাজকর্ম পরিচালিত হতো বর্তমান আইনজীবী সমিতির পিছনে (দক্ষিণ পাশে) টিনের একটি চৌচালা কক্ষে। সেখানেই শিল্পীপুল পরিবেশিত বিভিন্ন অনুষ্ঠানের মহড়া অনুষ্ঠিত হতো। পরবর্তীতে শিল্পকলা একাডেমিতে এ মহড়া হয়ে আসছে।
পরবর্তীতে নোয়াখালী সংগীত বিদ্যালয় ভবনে স্থানান্তরিত হলে এখানেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পরে বেশকিছু সাংস্কৃতিক সংগঠন মাইজদীতে আত্মপ্রকাশ করেছে। এদের মধ্যে নোয়াখালী সংগীত বিদ্যালয়, মৌমাছি সংগীত বিদ্যায়তন, চতুরঙ্গ, অভিনয় নোয়াখালী, চারণিক, নবারুণ সংগীত বিদ্যালয়, লক্ষ্মীনারায়ণপুর থিয়েটার, ভুলুয়া থিয়েটার, সুবচন থিয়েটার, সুবর্ণরেখা, মঞ্চ নোয়াখালী, জাতীয় কবিতা পরিষদ, নোয়াখালী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, নোয়াখালী, কল্লোল শিল্পীগোষ্ঠী, উদীচী, নোয়াখালী আবৃত্তি একাডেমী, আত্মমুক্তি খেলা ঘর আসর, দিবা সঙ্গীত বিদ্যালয়, নোয়াখালী থিয়েটার, নবজাগরণ খেলাঘর আসর, উম্মেষ সাংস্কৃতিক গোষ্ঠী, শিশু নাট্যম, নৃত্যভূমি, নৃত্যদলসহ আরো বেশকিছু নবগঠিত সংগঠন এখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের অংশগ্রহণ অব্যাহত রেখে চলেছে।
১৯৭০-পরবর্তী সময়ে বেশ কয়েকজন ব্যক্তি সাংস্কৃতিক অঙ্গনে এসেছেন। কিছু কিছু নাম আগে উল্লেখ করেছি। আরো কিছু নাম এখানে উল্লেখ করছি। এদের মধ্যে রয়েছেনÑ জাহাঙ্গীর সাইফুল ইসলাম, মোঃ হান্নান, আজিজুর রহমান ইকবাল, মাহমুদুল হক ফয়েজ, মোঃ সোহরাব, অমিয় প্রাপন চক্রবর্তী, ব্রজেন্দ্র মজুমদার হারু, মাখনলাল, মোহসীন চৌধুরী দুলাল, অধ্যাপক মোঃ হাশেম, মোঃ কামাল উদ্দিন, তাহের জামিল নোমান, মোঃ আবু তাহের, সুখেন্দু বিকাশ ভৌমিক, একরামুল হক কায়েস, নুরুন্নাহান জেসমীন, ঝুমু রায়, শুক্লা ভৌমিক, মিনাক্ষী রক্ষিত, শাহাজাহান, আবদুল্লাহ আল মাহমুদ, মোঃ শরীফ, মোঃ জসীম, দিদারুল আলম, আবুল হোসেন বাঙ্গালী, কুঞ্জলাল কর্মকার, শোভা খান, তপন বিকাশ মজুমদার, কাজল ভট্টাচার্য, মুনশী ফারুক, শাহ ফরহাদ, মীরণ মহিউদ্দিন, শহীদুল হক চৌধুরী মিন্টু, মাহবুবুর রহমান স্বপন, ফরিদউদ্দিন মনু, নিজাম উদ্দিন মানিক, মায়া হক, গৌরী রায়, জাহাঙ্গীর কবির, ছন্দা ভূঁঞা, নিয়তি ভূঁঞা, স্মৃতি ভূঁঞা, হাবলু ভূঁঞা, মাধুরী ভূঁঞা, রবিউল হোসেন কচি, কেশব সরকার, সঞ্জিত দাস, শিমুল দাস, মাহবুব আরা লাকী, নাসরীন সুলতানা, মাহবুবুল হক, মোঃ জাফর, নারায়ণ চন্দ্র শীল, শিপ্রা দাস, মোঃ ইকবাল, সবিতা দাস, তনু কর, শ্যামল মাহমুদ, বানী সাহা, শিবানী সাহা, মরহুম শাহ ফরহাদ, আ ন ম জাহের উদ্দিন, দেলোয়ার হোসেন মিন্টু, মোঃ ফেরদৌস, মাহবুবুর রহমান সবুজ, এমদাদ হোসেন কৈশোর, ফরিদ উদ্দিন, মোঃ মোর্শেদ, শ্রাবণী মজুমদার, বৈশাখী মজুমদার, অগ্রণী মজুমদার, সীমা মজুমদার, সাথী চক্রবর্তী, সাদেকা আক্তার মনি, প্রহল্লাদ বণিক, সাবেরা সুলতানা মুন্নি, মাজহারুল ইসলাম বাহার, নাসির উদ্দিন শাহ নয়ন, জামাল হোসেন বিষাদ, কামরুল হাসান ফেরদৌস শাহানা ইয়াসমীন সুমী, আনোয়ারুল আজিম জনি, মোঃ ফরহাদ উদ্দিন রূপক, রুখসানা আক্তার সুমী, আবদুল আউয়াল চৌধুরী তারেক, মোজাম্মেল হক, মনি রানী দেবী, আফরোজ জাহান আঁখি, হাফিজউদ্দিন বাহার, শুক্লা মজুমদার, সজল মজুমদার, বেলী দাস, শাহনাজ হাশেম মামুন (কাজল), মেহবুবা কামাল, দিলরুবা কামাল, ফাতেমা তুজ যাহ্রা ঐষী, অনিন্দিতা সাহা, রায়হান কায়সার হাশেম, ফজলুল হক, সারওয়ার-এ-দীন, কানু নন্দী, রতন বাউল, জুয়েল বাউল, ইন্দ্রজিত নন্দী, শাহেদা পারভীন জোৎস্না, আবন্তী পারভীন, গুলজার আহমেদ জুয়েল, বাবলু ভূঁঞা, নিশীথ গুপ্ত নোটন, ফৌজিয়া আক্তার, মোঃ শাহজাহান, জায়েদ মোহাইমেন প্রমুখ।
নোয়াখালীর আঞ্চলিক ভাষাকে গানে ব্যবহার করে জেলার সুনাম বৃদ্ধি করেছেন অধ্যাপক মোঃ হাশেম। তিনি এ জেলায় আঞ্চলিক গানের সম্রাট নামে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন। নিজের লেখা অনেক গান তিনি আঞ্চলিক ভাষায় রচনা করে সুরারোপ করেছেন। শিল্পী হিসেবে নিজেই গেয়েছেন এবং পরিবারের সদস্যরা গাইছেন। দু’একটি গানের কলি উল্লেখ করছি।
আহারে ও কুলসুম
কইত্তুন আইল দুবাইয়ালা কইল্লোরে জুলুম।
আঙ্গো বাড়ি নোয়াখালী
রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই …….. ইত্যাদি।
মোঃ হান্নান আশি ও নব্বইয়ের দশকে ঠুমরী ও নজরুল সংগীতে একজন গুণী শিল্পী হিসাবে সারাদেশেই পরিচিতি লাভ করেন।
মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক আন্দোলনের প্রত্যয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটÑ নোয়াখালী ১৯৮৯ সালে গঠনের পর বিগত বছরগুলোতে জেলার সংস্কৃতিকর্মী ও সাংস্কৃতিক দল-সংগঠনগুলোকে নিয়ে বৈশাখী মেলা, স্বাধীনতা উৎসব, নজরুল, রবীন্দ্র জয়ন্তীসহ সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
স্বাধীনতা-পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলার খ্যাতিমান প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক ও সংগঠকদের মধ্যে কয়েকজন গুণী ব্যক্তিত্ব তাদের নিজ নিজ ক্ষেত্রে স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে রয়েছেনÑ মুনীর চৌধুরী, কবির চৌধুরী, জহির রায়হান, কে জি মোস্তফা, রোজী সামাদ, আজিম, এ টি এম সামছুজ্জামান, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ড. ইনামুল হক, লাকী ইনাম, নরেশ ভূঁঞা, প্রণব ভট্ট, ফরহাদ মজহার, মোঃ আতাউর রহমান, দিলারা জামান, সুলতানা জামান, সেলিম আল্-দ্বীন, ত্রপা মজুমদার, মাহফুজুর রহমান, গোলাম কুদ্দুস, লিলি লায়লা আনজুমান, কৈশিক সাহা, ফেরদৌস আরা, শাহীন সামাদ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শমী কায়সার, তারিন, খোন্দকার ইসমাইল, আনিস, টনি ডায়েস, হৃদি হক, শফিক বাবু ও হেলাল খান প্রমুখ।
স্বাধীনতার পর থেকে বিজয় দিবসের অনুষ্ঠান মহাধুমধামে পালিত হয়ে আসছে। ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবসে মুক্তিযুদ্ধের বিজয় মেলা বিজয় মঞ্চে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পহেলা বৈশাখে শহীদ মিনার বিজয় মঞ্চ চত্বরে, শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ও দিঘির পাড়ে ঝাউতলায় বর্ষবরণ অনুষ্ঠানাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে অলোড়িত হয়ে আসছে।
বি. দ্র. : স্মৃতি বিভ্রাটের কারণে কিছু কিছু শিল্পী ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী।
লেখক : প্রয়াত সংগীতশিল্পী
272 thoughts on “নোয়াখালীর সংস্কৃতি অঙ্গনকে যারা উজ্জীবিত করলেন”
allergy pills prescribed by doctors walgreen generic allergy pills best generic allergy pills
top 10 strongest sleeping pills phenergan 25mg canada
prednisone 5mg usa prednisone 40mg without prescription
acid reflux medication that dissolves buy quinapril tablets
over the counter medication that causes nausea buy tritace pills
isotretinoin order online buy isotretinoin pills cost isotretinoin 20mg
buy sleeping pills online usa phenergan 10mg us
cheap amoxil generic amoxicillin 250mg over the counter buy amoxicillin 500mg
gabapentin cheap brand gabapentin 600mg
purchase azipro generic azithromycin pills azithromycin 250mg uk
buy lasix pills diuretic buy lasix 100mg generic
omnacortil 40mg without prescription buy cheap generic omnacortil prednisolone 20mg tablet
buy generic prednisone 5mg prednisone 10mg tablet
amoxicillin tablets generic amoxicillin 1000mg cheap amoxicillin without prescription
buy augmentin medication order augmentin 625mg generic
cheap levothyroxine pills order levothroid online cheap buy levothyroxine online
levitra online levitra 10mg price
clomid where to buy order clomid 50mg pills order serophene sale
zanaflex sale tizanidine 2mg tablet tizanidine uk
buy rybelsus without prescription purchase rybelsus online purchase rybelsus pill
deltasone over the counter oral prednisone order deltasone 40mg sale
buy semaglutide 14mg order generic rybelsus rybelsus brand
isotretinoin 20mg cost buy isotretinoin 10mg sale accutane 40mg pill
order albuterol 4mg generic generic ventolin 4mg order ventolin 4mg
amoxil online order amoxil for sale amoxicillin 1000mg for sale
augmentin 1000mg ca amoxiclav drug augmentin 1000mg for sale
cheap zithromax 500mg cheap zithromax 250mg buy azithromycin for sale
buy synthroid 100mcg generic synthroid 75mcg oral how to get levothyroxine without a prescription
buy generic omnacortil for sale omnacortil 5mg canada omnacortil uk
brand clomid 100mg buy clomid 100mg without prescription clomiphene online order
gabapentin 100mg sale order neurontin 600mg sale purchase neurontin online
furosemide 100mg usa order lasix online buy lasix online diuretic
genuine viagra order sildenafil 100mg sale best viagra sites online
generic vibra-tabs purchase vibra-tabs generic doxycycline price
purchase semaglutide generic buy semaglutide 14 mg for sale buy generic semaglutide
free welcome spins no deposit slot games online free best online casinos
order levitra 20mg for sale buy vardenafil 10mg generic levitra oral
pregabalin 75mg sale pregabalin 150mg generic brand lyrica 75mg
zithromax in pregnancy
tadalafil 5mg usa cialis 5mg uk order cialis 40mg online
buy desloratadine 5mg generic clarinex ca buy clarinex pills for sale
cenforce medication buy generic cenforce 100mg buy cenforce 100mg pill
claritin medication purchase claritin online cheap loratadine 10mg over the counter
does metformin cause hair loss
order aralen 250mg pill chloroquine 250mg ca buy chloroquine 250mg
order dapoxetine pill dapoxetine 30mg cheap order cytotec 200mcg online
glycomet medication order glycomet 1000mg generic order glucophage 500mg pill
buy orlistat 60mg online cheap diltiazem over the counter buy diltiazem 180mg pill
atorvastatin generic purchase atorvastatin for sale atorvastatin 40mg canada
furosemide pharmacokinetics
buy amlodipine generic order norvasc 10mg generic purchase norvasc generic
buy generic acyclovir 800mg order zyloprim 300mg pill zyloprim for sale online
order flagyl online
lisinopril 20 milligrams
generic zestril 5mg lisinopril price order lisinopril 5mg
rosuvastatin 20mg over the counter buy rosuvastatin 20mg generic purchase zetia without prescription
glucophage gluten
gabapentin 600 mg tablet
over the counter lasix at walmart
omeprazole drug buy prilosec 10mg buy prilosec generic
domperidone online order domperidone cost tetracycline 250mg over the counter
can i take expired amoxicillin
buy cyclobenzaprine tablets lioresal us purchase lioresal without prescription
gabapentin 300 mg price
cephalexin monohydrate 500 mg
escitalopram use
ciprofloxacin prostatitis
toradol 10mg cost buy cheap toradol colchicine 0.5mg price
how long does cephalexin take to work for uti
medrol 8mg over the counter medrol pills medrol 16mg over the counter
help writing paper my father essay writing writing a paper
methotrexate order online cheap methotrexate 2.5mg purchase warfarin for sale
bactrim for skin infection dose
order metoclopramide 20mg pill buy generic metoclopramide 20mg buy losartan 50mg without prescription
amoxicillin vs cephalexin
is bactrim broad spectrum
long-term side effects of gabapentin
escitalopram and alcohol
nexium 40mg for sale buy esomeprazole buy topiramate pill
order ondansetron 4mg generic aldactone 100mg cheap spironolactone cost
sumatriptan 25mg pills order levofloxacin 500mg without prescription order levofloxacin generic
oral zocor valacyclovir 500mg over the counter buy valtrex 1000mg generic
dutasteride over the counter buy generic zantac over the counter ranitidine sale
order proscar cheap diflucan 100mg generic fluconazole 100mg
citalopram feeling weird
cozaar 50 mg tablet
buy generic ampicillin purchase vibra-tabs for sale buy generic amoxil online
indications for ddavp
depakote high
buy cipro 1000mg pill – purchase bactrim pill cheap augmentin
cozaar food interactions
can citalopram cause anxiety
depakote generic name
ddavp dosage platelet dysfunction
purchase flagyl pills – cheap amoxil sale cost azithromycin 500mg
augmentin 875
ezetimibe evidence
diclofenac 75 mg tablets
ivermectin 6 mg online – sumycin uk how to get tetracycline without a prescription
diltiazem cd side effects
generic valacyclovir 500mg – buy zovirax 800mg generic order acyclovir sale
does flomax help kidney stones pass
stopping effexor xr withdrawal symptoms
buy ampicillin for sale buy monodox generic amoxil sale
how much amitriptyline can you take
buy furosemide 40mg without prescription – furosemide brand order captopril 25mg
can allopurinol cause liver damage
aripiprazole cost without insurance
glycomet 500mg oral – buy cipro without prescription lincocin 500 mg generic
naltrexone and bupropion for weight loss
what is celebrex prescribed for
augmentin and milk
order retrovir 300mg generic – order allopurinol 100mg pill
baclofen 15 mg
clozapine 100mg for sale – coversum uk pepcid 20mg oral
buspirone hydrochloride 10mg
celecoxib davis pdf
depression medication celexa
ashwagandha root powder
order quetiapine 50mg – buy ziprasidone without a prescription cheap eskalith
clomipramine 50mg for sale – purchase anafranil buy cheap sinequan
buy atarax 25mg online – buy pamelor generic order endep for sale
augmentin 1000mg brand – ampicillin pills cipro tablet
buy amoxil cheap – generic ceftin order generic baycip
abilify pregnancy category
actos palpitations
acarbose produktion
switching from semaglutide to tirzepatide
repaglinide versus nateglinide monotherapy
medication remeron
protonix pricing
buy zithromax generic – ciplox 500mg over the counter ciplox 500 mg us
robaxin 500mg side effects
order cleocin pills – buy cleocin for sale chloramphenicol tablets
ivermectin 12mg online – buy generic aczone over the counter buy generic cefaclor 250mg
albuterol inhalator medication – advair diskus inhalator us cost theo-24 Cr 400 mg
kontraindikation sitagliptin
synthroid edema
buy methylprednisolone – buy medrol generic astelin 10ml without prescription
purchase desloratadine for sale – order flixotide nasal sprays buy albuterol 2mg without prescription
spironolactone jaw pain
pill glyburide – micronase 5mg brand dapagliflozin brand
voltaren gel coupon
tolterodine tartrate and tamsulosin hydrochloride
tizanidine 503
getting off venlafaxine
buy glucophage 500mg without prescription – purchase hyzaar generic precose 25mg cost
prandin 1mg ca – buy empagliflozin order jardiance 25mg online
zyprexa 2.5 mg tablet
zofran spanish
zyprexa lawsuit canada
order generic terbinafine – purchase grifulvin v for sale griseofulvin uk
semaglutide 14 mg brand – order glucovance buy DDAVP online
where to buy nizoral without a prescription – order sporanox generic buy generic itraconazole 100mg
weaning zofran pump
buy cheap lanoxin – generic furosemide furosemide price
buy generic nitroglycerin – lozol 2.5mg canada order valsartan 160mg pills
simvastatin gown – tricor grove atorvastatin hit
buy levitra edu
tadalafil plus 21mg
cialis canada over the counter
levitra side effects vs viagra
viagra professional online month – viagra gold five levitra oral jelly online sideway
priligy worship – cialis with dapoxetine reward cialis with dapoxetine remember
online pharmacy zolpidem
brand cialis victory – tadora must penisole engine
mexican pharmacy adipex
voguel sildenafil 100mg
people pharmacy lisinopril
cialis soft tabs scheme – viagra super active pills injury viagra oral jelly virtue
cenforce accustom – levitra professional online admit brand viagra online assemble
asthma treatment sudden – asthma medication music asthma treatment capture
vardenafil for hair loss
tadalafil 20 india
vardenafil 40mg
cialis tadalafil
prostatitis medications kindness – prostatitis treatment seize prostatitis pills potato
loratadine service – claritin pills tom loratadine medication sweep
valtrex pills without – valtrex frown valacyclovir online clap
priligy restore – dapoxetine myth dapoxetine desert
claritin pills gaunt – claritin magic claritin pills rider
what is tadalafil
promethazine hall – promethazine doorway promethazine beast
fludrocortisone pills recollection – pantoprazole sullen lansoprazole power
buy aciphex 20mg – metoclopramide 10mg cheap domperidone online
how to get bisacodyl without a prescription – order bisacodyl 5mg pills liv52 over the counter
buy hydroquinone sale – order desogestrel sale dydrogesterone for sale online
griseofulvin 250mg generic – cost lopid 300 mg order generic gemfibrozil 300mg
tadalafil vardenafil
cheap dapagliflozin 10mg – forxiga uk order precose generic
cialis tadalafil 20mg tablets
dimenhydrinate 50 mg drug – order prasugrel buy risedronate pills
how to buy enalapril – zovirax order online order latanoprost online cheap
kaiser pharmacy
pharmacy one rx
Lotrisone
buy monograph 600 mg generic – cilostazol 100 mg sale order pletal 100mg generic
feldene 20 mg for sale – rivastigmine 3mg pills exelon canada
help rx pharmacy discount card
trusted online pharmacy tramadol
northwest pharmacy domperidone
Seroquel
nootropil 800 mg brand – buy sustiva paypal sinemet 20mg sale
mexican pharmaceuticals online: cmq pharma – mexico pharmacies prescription drugs
divalproex for sale online – order aggrenox without prescription topiramate 200mg us
cyclophosphamide tablet – cytoxan sale trimetazidine for sale
order generic spironolactone – dipyridamole pills order revia 50 mg online
brand cyclobenzaprine 15mg – order enalapril 5mg sale order generic enalapril
order zofran 4mg generic – buy tolterodine generic order ropinirole 2mg
ascorbic acid 500mg over the counter – cheap lopinavir ritonavir tablets compro pills
durex gel order online – buy cheap durex condoms buy latanoprost without prescription
buy cheap rogaine – cheap dutas buy finasteride generic
generic arava – arava 10mg oral cartidin drug
buy atenolol 50mg – buy atenolol medication carvedilol cost
cheap norfloxacin generic – how to buy noroxin confido medication
order finasteride online cheap – oral uroxatral uroxatral online
speman cost – speman order online order fincar online cheap
order terazosin 5mg generic – avodart order priligy 60mg uk
purchase oxcarbazepine without prescription – oxcarbazepine 300mg price buy synthroid 75mcg online cheap
cyclosporine us – oral methotrexate purchase colchicine
Resources When counseling older adults with diabetes, consider their limitations with regard to dexterity, hearing, and vision when choosing or recommending diabetes care devices.
100% guarantee of effectiveness on ED solutions. Visit glucophage refundacja in our database. Order online today!
We lost her around 3 years ago and I miss her every day.
During the physical exam, your health care provider will:Appropriate diagnosis and analysis of the problem is necessary before starting any treatment.
Buying 4 big guys lyrica at discounted prices
Is this a detox reaction?
Share Print E-Mail Media Contact Susan Griffith susan.
Where can I find information that compares carbenicillin and ampicillin are same is the best part about the internet.
It is slightly more common in men than in women.
order duphalac online – buy cheap generic betahistine order betahistine 16mg generic
deflazacort generic – buy calcort generic buy alphagan eye drops
celecoxib pill – indomethacin pill indomethacin price
I am in the beginning stages of diagnosis and confirming the source of mold toxicity testing being done today at work.
The effectiveness of Viagra in ED. is lisinopril a calcium channel blocker for quick resolutions on erection problems.
Maybe its just the mold “die off”…
After any primary infection settles, you can remain without any symptoms for several years.
The internet is one place to get low price of valtrex cold sore , a proven treatment for your condition
Some people who have severe pain are given opioid i.
To decrease your risk of developing blood clots, avoid staying seated for long periods of time, particularly during long car or airplane travel.
Stay home, shop your drugs online and enjoy a low price of does flagyl cause nausea sold under different brand names.
What health problems could DES-exposed daughters have?
Wait 1 month before trying to get pregnant after getting the shot.
A common way to save money and side effects of cephalexin in adults from them.
Research does show that some cannabinoids can help with some symptoms and side effects, and drugs containing cannabinoids have been developed to treat pain, nausea and vomiting.
buy generic diclofenac – purchase cambia pills how to buy aspirin
Continue 11 The debate over using artificial intelligence to control lethal weapons in warfare is more complex than it seems.
you happen to be searching for a successful remedy, you should nolvadex for gyno without a prescription?
A woman saw me.
Philadelphia: Lippincott Williams and Wilkins , 2004 Bostic JQ and Egan, H.
Choose established online pharmacies when you decide to is keflex a beta lactam from legitimate online pharmacies in order to get the best
Herpes is an infection caused by a herpes simplex virus 1 or 2, and it primarily affects the mouth or genital area.
Often, diabetes is diagnosed after most of the cells are destroyed and the patient then needs a daily dose of insulin to survive.
All these online suppliers offer does neurontin help with anxiety Prevent ED by reading this
They are not generally recommended for genital herpes and are not subsidised for this use in New Zealand.
1xbet зеркало: 1xbet зеркало – 1xbet зеркало рабочее на сегодня
where can i buy rumalaya – brand shallaki endep online order
buy mestinon pills – azathioprine 50mg generic buy generic imuran 50mg
online veterinary pharmacy: pharmacy in artane castle – solutions rx pharmacy
buy diclofenac tablets – cheap isosorbide where to buy nimodipine without a prescription
Hemoglobin is the oxygen-carrying component of the red blood cells.
you get.Any time you want to stromectol ivermectin buy today.
In the very first short article, I provided you an introduction of the kinds of mold and the many mycotoxins molds can produce, in addition to a couple of suggestions about ways to tackle mold removal if you discover yourself in the regrettable position of having a mold-infested house.
mobic 15mg uk – toradol sale order toradol online cheap
cyproheptadine 4mg brand – buy zanaflex pill order tizanidine without prescription
For example, an increase in the amount of blood pumped out by the heart—which tends to increase blood pressure—causes dilation of blood vessels and an increase in the kidneys’ excretion of salt and water—which tend to reduce blood pressure.
Verify prices before you buy thailand pharmacy kamagra . Put ED a stop!
We’ll dive right in to the most common dog health problems, symptoms and the best natural dog remedies for both veterinarian and at-home care in the first of four sections of this page.
I thought maybe it’s a cold but I figured I could do an easy workout for the day, at least walk on the treadmill or lift very light weights.
To buy magellan rx pharmacy help desk pills by mail or courier to your door. Great service!
Treatment The patient should drink plenty of fluids and eat nutritious foods.
buy trihexyphenidyl generic – purchase voltaren gel for sale purchase voltaren gel
cefdinir brand – cost clindamycin buy cheap clindamycin
Suppressive therapy may also be an option if you are in a sexual relationship with a partner who does not have a history of genital herpes or antibodies to HSV-1 or 2 as determined by blood testing.
To release tension from erection problems by sildenafil vs cialis from these pharmacies
In cases of severe infection, the infected tissue begins to break down and rot away.
Watch the demo video and learn how to save a life in 60 seconds.
High quality service and low prices for lisinopril and tadalafil ? Learn what women are saying.
Dengue is not spread directly from one person to another.
Rest, liquids, and over-the-counter medicines for fever and discomfort are the usual treatments.
If you expect to can tamsulosin and tadalafil be taken together after considering online offers
Children with the disorder will actively avoid anxiety-inducing situations or else suffer through them with intense distress.
order absorica – deltasone without prescription buy deltasone 40mg generic
However, if someone has symptoms of major depression—suicidal thoughts or feelings of being hopeless, helpless, and worthless—then it is critical that the individual seek professional psychiatric help immediately.
You’ll get excellent deals when you tamsulosin and tadalafil online you save money and keep your privacy.
Symptoms may include: Blurred vision Fatigue Frequent infections, including those of the bladder, vagina, and skin Increased thirst Increased urination Nausea and vomiting Weight loss despite increased appetite If you are expereincing any of these symptoms, please contact your primary care doctor.
deltasone over the counter – omnacortil 40mg brand order elimite generic
acticin for sale – acticin medication buy retin cream generic
betamethasone 20 gm canada – order betamethasone 20gm creams purchase monobenzone generic
flagyl sale – order flagyl pills purchase cenforce sale
buy augmentin generic – augmentin cost buy generic levothyroxine over the counter
buy cleocin tablets – indocin 75mg pills order indomethacin online cheap
cozaar online order – keflex 500mg cost keflex 125mg pills
crotamiton sale – buy crotamiton paypal purchase aczone online
provigil online – modafinil 100mg canada cheap melatonin 3mg
buy generic zyban over the counter – buy ayurslim without a prescription shuddha guggulu over the counter
Finding safe buy levitra online with prescription can cause you many problems.
I received PEP within 72 hs of that.
xeloda order online – danocrine 100mg price danocrine over the counter
fosamax over the counter – alendronate us cheap medroxyprogesterone 5mg
norethindrone online buy – norethindrone over the counter buy generic yasmin over the counter
order estradiol 2mg generic – buy ginette 35 for sale arimidex 1 mg tablet
buy cabergoline without prescription – buy generic premarin buy alesse without prescription
プレドニン処方 – プレドニン処方 г‚ёг‚№гѓгѓћгѓѓг‚Ї гЃЇйЂљиІ©гЃ§гЃ®иіј
жЈи¦Џе“Ѓгѓђг‚¤г‚ўг‚°гѓ©йЊ гЃ®жЈгЃ—い処方 – г‚·г‚ўгѓЄг‚№ и–¬е±ЂгЃ§иІ·гЃ€г‚‹ г‚·г‚ўгѓЄг‚№ йЈІгЃїж–№
гѓ—гѓ¬гѓ‰гѓ‹гѓігЃ®йЈІгЃїж–№гЃЁеЉ№жћњ – г‚ўг‚ュテイン гЃ©гЃ“гЃ§иІ·гЃ€г‚‹ г‚ўг‚ュテイン е‰ЇдЅњз”Ё
eriacta allow – forzest shelve forzest mind
order generic provigil 200mg – duricef over the counter purchase epivir pills