নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রাম থেকে চার ডাকাত রোহিঙ্গা পাচারকারীকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী কনভারর্টেড থ্রোয়ার রাইফেল, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই এলাকার মেঘনা নদীর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদপুর ইউনিয়নের চর আকরাম উদ্দিনের মোশারফ মাঝির ছেলে মোঃ নাজিম উদ্দিন (১৮), একই গ্রামের শাজাহান ড্রাইভারের ছেলে মোঃ রুবেল(২১), চর আলাউদ্দিনের- মোঃ বাহারের ছেলে মোঃ কামরুল (২৩) ও চর মোজাম্মেলের মৃত আবদুল হাশেমের ছেলে মোঃ জসিম (২৩)।
বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, গ্রেফতারকৃতরা নদীপথে ডাকাতি, রোহিঙ্গা পাচারসহ বিভিন্ন অপরাধে সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।