নোয়াখালীর সেনবাগে প্রবাসির স্ত্রীকে ধষর্ণের মামলায় এক আসামি গ্রেফতার

খোরশেদ আলম, সেনবাগ  প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ   উপজেলার  কাদরা ইউনিয়নের নন্দীরপাড় গ্রামে বান্ধবীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান থেকে এক প্রবাসির স্ত্রীকে (২২) জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের  অভিযোগে  দায়েরকৃত মামলার  এক আসামি আয়মন ভূঁইয়াকে (২৬)  চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।  সেনবাগ থানা পুলিশের একটি বিশেষদল- কৌশলে এক নারী দিয়ে প্রেমের ফাঁেদ ফেলে বুধবার সন্ধ্যায় চট্রগামের সী-বিচ এলাকা থেকে আয়মন ভূঁইয়াকে গ্রেফতার করে। আইমন সেনবাগ উপজেলার কাদরা ইউয়িনের নন্দীরপাড় গ্রামের মো. মোস্তফা ভূঁইয়ার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সেনবাগ থানার এসআই মো. তারেক  আজ বৃহস্পতিবার বিকালে ঘটনা সম্পর্কে জানান,  উপজেলার কাদরা ইউনিয়নের নন্দীরপাড় গ্রামে বান্ধবীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান থেকে গত ২০ আগষ্ট রাতে এক প্রবাসির স্ত্রীকে  একই এলাকার সন্ত্রাসী আয়মনসহতার সহযোগীরা জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ২৩ আগষ্ট  নির্যাতিতা বাদি হয়ে সেনবাগ থানায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।  পরে  নির্যাতিতার  ডাক্তারী পরীক্ষায় ধর্ষনের আলামত পাওয়া যায়।

এসআই মো. তারেক আরো জানান, আলোচিত  এ ধর্ষণ ঘটনার পর থেকে পুলিশ আসামিদের গ্রেফতার করার জন্য দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। এর পর কৌশল পরিবর্তন করে এক নারীকে দিয়ে আসামিদের সঙ্গে প্রেমের ফাঁদে ফেলে অভিযান সফল হয়। নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর লোভে চট্রগামের সী-বিচ এলাকায় বুধবার সন্ধ্যায় আয়মন ভূঁইয়া দেখা করতে  আসলে পুলিশে তাকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, আলোচিত ধর্ষণ মামলার আসামি আয়মনকে  আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।  তাকে পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য  পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

অপর দুই আসামিকে গ্রেফতারের  চেষ্টা চলছে।

 

 

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১