সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের কুতুবেরহাট-লেমুয়া সড়কের কুতুবেরহাট পূর্ববাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাকিব হোসেন (১৮) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন নামে অপর আরোহী আহত হয়েছে। নিহত রাকিবের বাড়ি নবীরপুর ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামে। সে ওই গ্রামের কিল্লার দিঘীরপাড়ের দিনান্দ ব্যাপারী বাড়ির আবুল খায়েরর ছেলে।
স্থানীয় নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি জানান, শনিবার বিকাল ৪টার দিকে ব্যবসায়ী রাকিব মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুৎ পিলারের সঙ্গে ধাক্কা পেয়ে গুরুতর আহত হন। তাকে ও তার সঙ্গীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয। রাকিবের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার সময় তিনি মারা যান ।