নোয়াখালীর সেনবাগে সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মী নিহত

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ  উপজেলার   মোহাম্মদপুর ইউনিয়নের  তিন পুকুরিয়া মসজিদের সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘনায় মোটরসাইকেল আরোহী দ্বীপ কুমার বনিক (২৬) নামের  এক এনজিও কর্মী নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা  থানার নিজামপুরের তপন কুমার বনিক বনিকের ছেলে।  আজ  মঙ্গলবার সকাল সাড়ে ৮  টার দিকে এ ঘটনা ঘটে।   নিহত দ্বীপ কুমার বনিক জেলার সী-বীচ নামক একটি এনজিও’র   ফেনী জেলার দাগনভুঁইয়া শাখায় কর্মরত।

বিষয়টি জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে, একটি মোটরসাইকেল ও পিকআপ সেবারহাট  থেকে ছমিরমুন্সির হাট যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে মোহাম্মদপুর ইউনিয়নের  তিন পুকুরিয়া মসজিদের সংলগ্ন  এলাকায়

সড়কে এসে পৌঁছালে মোটরসাইকেলটি পিক-আপটিকে ওভারটেক করার সময় পিকআপের   ধাক্কায়  মোটরসাইকেল আরোহী দ্বীপ কুমার গুরুতর আহত হন।

এ সময় পাশবর্তী এলাকার  ফেনী হাইওয়ে পুলিশের একটি টিম  আহতকে উদ্ধার করে  প্রথমে বেগমগঞ্জের  চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতাল  নিয়ে যায়। সেখান থেকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ।

এ ঘটনায় পিক-আপ চালক মোঃ হোরন মিয়াকে (২৭) আটক করা হয়েছে। সে সুধারাম থানার সাহাপুরের বাচ্চু মিয়ার ছেলে। পিক-আপ গাড়ি ও নাম্বারবিহীনমোটর সাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১