হাতিয়া প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার ওছখালীস্থ উপজেলা পরিষদ সার্বজনীন কালী মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত হাতিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে হাতিয়া উপজেলা পরিষদ সার্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট স্বপন চন্দ্র পাল। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সদস্য সচিব পাপ্পু সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্য অধ্যাপক ঠাকুর দাস ও মোহন লাল মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিম চন্দ্র দাস, উত্তম কুমার পাল, বিক্রম বিহারী দাস প্রমুখ।পরে অধ্যাপক গোপী মজুমদার কনককে সভাপতি ও মাষ্টার সুমন চন্দ্র নাথ কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট হাতিয়া উপজেলা কমিটি এবং সত্য সাহাকে সভাপতি ও সুজিত রায়কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট হাতিয়া পৌরসভা কমিটি গঠন করা হয়েছে।