নোয়াখালীর হাতিয়ায় চাচাতে বোনকে ধর্ষণের অভিযোগে জেঠাতো ভাই গ্রেফতার

নিজস্ব  প্রতিনিধি

সপ্তম শ্রেণীর ছাত্রী (১৬) চাচাতো বোনকে একাধিক বার ধর্ষণের অভিযোগে জেঠাতো ভাই  ইসমাইল হোসেন ওরফে বাবুলকে (১৭) গ্রেফতার  পুলিশ। নোয়াখালীর হাতিয়া  উপজেলার  বুড়িরচরের  উত্তর সাগরিকা এলাকার এঘটনা ঘটে। গ্রেফতারকৃত বাবুল  ওই গ্রামের  জয়নাল আবেদীনের ছেলে।  এ ঘটনায় রবিবার ওই ছাত্রীর মা বাদী হয়ে  থানা  বাবুলের বিরুদ্ধে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওইদিন রাতে আসামি বাবুলকে গ্রেফতার করা হয়েছে।

এ  বিষয়টি নিশ্চিত করে  জেলা পুলিশ সুপারের  দপ্তর থেকে পাঠানো তথ্যে জানানো হয়েছে,বাবুল   চাচাতো বোনের সাথে   প্রেমের সম্পর্ক করে    বিয়ের প্রলোভন  দেখিয়ে  তাকে  বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছিল। এরই মধ্যে   তার  শালীরিক পরিবর্তন  ঘটলে  বিষয়টি পরিবারের জানাজানি হয়। এর মধ্যে  শনিবার রাতে   বাবুল  তার ঘরের ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে আবারও  ধর্ষণ করতে চেষ্টা কালে চিৎকার  দেয়। এ সময়  বাবুলকে পরিবারের লোকজন ধরলে সে পালিয়ে যায়।  এ ঘটনার পরদিন ওই ছাত্রীর মা থানায় মামলা করলে ওই দিন  রাতে  আসামি বাবুলকে গ্রেফতার করে।আজ সোমবার  আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১