ছবি- হাতিয়ার একটি ভোট কেন্দ্র
হাতিয়া প্রতিনিধিঃ আজ সোমবার অনুষ্ঠিত হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে দুই আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচ প্রার্থী ভোট বর্জন করেন। একই উপজেলায় ভোট চলাকালে প্রার্থীদের মার্কায় সিল মারার অপরাধে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে নির্বার্হী ম্যাজিষ্ট্রেট। এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুরিম সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম।
জানাযায়,সকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বুড়িরচর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল,ও জাহাজমারা ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এটিএম সিরাজউদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী চরইশ্বর ইউনিয়নে আব্দুল হালিম আজাদ, সোনাদিয়া ইউনিয়নের নুরুল ইসলাম মালেশিয়া ও নিঝুমদ্বীপ ইউনিয়নের মেহরাজউদ্দিন একই অভিযোগে নির্বাচন থেকে ভোট বর্জন করার ঘোসনা দেন।
অন্য দিকে নোয়াখালীর পুলিশ সুপার জানান, ভোট চলাকালে দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ মাহবুবুর রহমান এবং মোঃ বেলায়েত হোসেন নিজেরা বিভিন্ন মার্কায় সীল মারতে থাকেন। এ অবস্থায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হোসেন চৌধুরী তাদেরকে আটক করেন। আটকৃত মোঃ মাহবুবুর রহমান হাতিয়া হরনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মোঃ বেলায়েত হোসেন চৌমুহনী আরাফিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সহকারী মৌলভী।