হাতিয়া প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী বাজার এলাকায় থেকে ১০কেভি ট্রান্সফর্মার ও কযয়েল সহ জুয়েল(২৮) নামের এ চোরকে গ্রেফতার করেছে মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। সে চর কিং ইউনিয়নের পশ্চিম গামছাখালীর মাইন উদ্দিনের ছেলে।
জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে পাঠানো তথ্যে থেকে জানাযায়, মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের টহল দল বুধবার দিবাগত রাত ১টার দিকে চোর জুয়েলকে চানন্দী বাজার এলাকা থেকে ১০কেভি ট্রান্সফর্মার ও কযয়েলসহ গ্রেফতার করে। পরে পুলিশী জিজ্ঞাসাবাদে সে জানায় বিদ্যুৎ পোল থেকে ট্রান্সপরমারটি চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো হেলাল উদ্দিন চোরাই টান্সপারমার,কয়েল এবং চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিজব্দ তালিকা করেন। এ ঘটনায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বাদী হয়ে একটি মামলা দায়েরের করে।