নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে ৮ পাসপোর্ট দালালকে ধরে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত । আজ রবিবার সকাল১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।
সাজাপ্রাপ্তরা হলো, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মো. ইমাম উদ্দিন (৩২) ৭ দিন, এই গ্রামের আবুল হাশেম (৪২) ৭ দিন , মো. দ্বীন ইসলাম (২৫) ৭ দিন, নুর মোহাম্মদ বাবু (৩০) ৭ দিন, পূর্ব একলাশপুরের জুয়েল রানা (২৫)৭দিন , অনন্তপুর গ্রামের আবুল হাসেম (২৩) ৩দিন, একই গ্রামের মো. জাহাঙ্গীর (৩৪) ৩দিন এবং বিনোদপুরের আসাদুজ্জামান (৩৪) ৫ দিন।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, আটককৃতদের কাছ থেকে পাসপোর্ট তৈরি করে দেওয়া বিভিন্ন জনের কাগজপত্রও উদ্ধার করা হয়। এ সময় আদালতকে সহযোগিতা করে র্যাব-১১ এর সদস্যরা।