নিজস্ব প্রতিবেদন : করোনা মহামারীতে বিপর্যস্ত রোগীদের চিকিৎসায় নোয়াখালী কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে দুই সেট অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংগঠন এনআরডিএস। এছাড়াও সংক্রমণ প্রতিরোধে এনআরডিএস নোয়াখালীতে এক লাখ পিস মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ে দুই হাজার পিস মাস্ক হস্তান্তরের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, কোভিড-১৯ চিকিৎসা সহায়তায় এগিয়ে আসায় বেসরকারি উন্নয়ন সংগঠন এনআরডিএস কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। অক্সিজেনের অভাবে যাতে কোনো রোগীর চিকিৎসা ব্যাহত না হয়, তার জন্য জেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কোভিড-১৯ মোকাবিলা করতে পারবো বলে আশাবাদী।
নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন এনআরডিএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, কোভিড-১৯ চিকিৎসায় হাসপাতালে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহে এই অক্সিজেন কনসেনট্রেটর আমাদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল বলেন, নোয়াখালীতে প্রান্তিক মানুষের চিকিৎসায় এনআরডিএস জেলা শহরে একটি হেল্থ কেয়ার সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। অক্সিজেনের অভাবে প্রান্তিক মানুষের কোভিড-১৯ চিকিৎসা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সে লক্ষ্যে নোয়াখালী কোভিড-১৯ হাসপাতালের জন্য অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে। প্রান্তিক মানুষের কোভিড-১৯ সচেতনতায় এনআরডিএস লিফলেট ও মাস্ক বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবে।
নোয়াখালী কোভিড হাসপাতালে এনআরডিএসের অক্সিজেন কনসেনট্রেটর ও মাস্ক প্রদান
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৩, ২০২১
- ১:৩৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
সোনাইমুড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন
•
ডিসেম্বর ১৪, ২০২৪
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা
•
ডিসেম্বর ১৪, ২০২৪
সেনবাগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪
নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪
1 thought on “নোয়াখালী কোভিড হাসপাতালে এনআরডিএসের অক্সিজেন কনসেনট্রেটর ও মাস্ক প্রদান”
ভালো উদ্যোগ।