নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

নিজস্ব প্রতিনিধি

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ২ নং ওয়ার্ড থেকে বুধবার রাত দুইদিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। এর দুইদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয় । নবজাতকটি নোয়াখালী পৌরসভার ০৪ নং ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দা মোঃ আবদুল মালেকের ছেলে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ একজনকে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেছে পুলিশ।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান,নবজাতকের মা জুলেখা বেগম (৩৫) নবজাতক ছেলে সন্তানকে বেডে রেখে টয়লেটে গেলে নবজাতকটি চুরি হয়ে যায়। এরপর থেকে হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজেও ওই নবজাতকের সন্ধান পাওয়া যায়নি। নবজাতককে উদ্ধারের সুধারাম থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি। এ দিকে এ ঘটনায় সুধারাম থানা পুলিশ হাসপাতালের সামনে থেকে তুহিন (৩৬) নামের সন্দেহভাজন এক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে নবজাতক চুরির বিষয়ে কোনো তথ্য পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এ ঘটনা নিশ্চিত করে সুধারাম থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান , হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় এক জন মহিলা এ ঘটনা করেছে। তাকে সনাক্ত করে গ্রেফতার ও চুরি হওয়া নবজাতককে উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১