নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম।  প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান চপল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. আবদুল হাই। প্রধান অতিথি ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, জেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন আমরা এসেছি আপনাদের সমস্যাগুলো শুনবো এবং তা সমাধান করার চেষ্টা করবো।

এ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট। সভা সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব।   এ সময় কেন্দ্রীয় বিভিন্ন  পর্যায়ের নেতা এবং   জেলার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না, নাজমুল আলম মঞ্জু ও মাসুদুর রহমান শিপনসহ ৯টি উপজেলার সভাপতি -সাধারণ সম্পাদক  ।  এদিকে বর্ধিত সভা ও কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব ও নাজমুল আলম মঞ্জুর সমর্থনে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় ।  এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শত শত নেতাকর্মীরা জড়ো হন।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১