নিজস্ব প্রতিনিধি
বহুল আলোচিত নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রথম সভা আজ শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।
এর আগে নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যা খাঁন সোহেল প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । পরে মরহুম ও নিহত দলীয় নেতাকর্মীদের জন্য দোয়া-মোনাজাত করা হয়।
কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৬ আসনের এমপি আয়েশা ফেরদাউস, সংরক্ষিত মহিলা আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী, হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, কোম্পানীগন্জ্ঞ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, গোলাম মহিউদ্দিন লাতু, এডভোকেট মহিব উল্যাহ, আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান,আব্দুল ওয়াদুদ পিন্টু ও জাহাঙ্গীর আলমসহ কমিটির সদস্যগন।