নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অধ্যক্ষ খায়রুল আনম সেলিমকে আহ্বায়ক, অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদ উল্যাহ খান সোহেলকে যুগ্ম আহ্বায়ক করে ৮৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
জানা যায়, এ আহ্বায়ক কমিটিতে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-২ আসনের এমপি মোরশেদ আলম, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম ফরিদা খানম, নোয়াখালী-১ আসনের এমপি এইচএম ইব্রাহিম, নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৬ আসনের এমপি আয়েশা আলী এবং মরহুম আবদুল মালেক উকিলের জ্যেষ্ঠপুত্র গোলাম মহিউদ্দিন লাতু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, নোয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুর রহমান মঞ্জু ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনকে কমিটির সদস্য করা হয়েছে এবং অন্যরা সদস্যরা হলেন- আবু তাহের, সাবেক এমপি মোহাম্মদ আলী, ডা. একেএম জাফর উল্যা, এডভোকেট এবিএম মহিব উল্যাহ, আতাউর রহমান ভূঁইয়া মানিক, মিয়া মো. শাহজাহান, মহিউদ্দিন টোকন, একেএম সামছুদ্দিন জেহান, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, ড. ওমর ফারুক, এডভোকেট জামাল উদ্দিন ভূঁইয়া, আবদুজ্জাহের চেয়ারম্যান, আবদুল ওয়াদুদ পিন্টু, হাজী ইব্রাহিম মিয়া, রেজাউল হক বাহার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বেগম কামরুন নাহার শিউলী, আক্তার হোসেন ফয়সল, মোস্তফা ইকবাল, মো. সামছুদ্দিন সেলিম, লায়ন জাহাঙ্গীর আলম মানিক, জহিরুল হক রায়হান, ফিরোজ আলম টিপু, নিজাম উদ্দিন নিজাম, আবদুর রব, নুরুল হক ভিপি, দীপক ভৌমিক, খালেদ মঞ্জু, জাহিদুর রহমান, শেখ মহিউদ্দিন, কামরুজ্জামান মাইকেল, বিনয় কিশোর সিং, মো. নাসির উদ্দিন, মো. ফারুক ভূঁইয়া, এডভোকেট হুমায়ুন কবির হিরু, শওকত হোসেন কানন, ইকবাল করিম তারেক, কামাল উদ্দিন, নিজাম উদ্দিন সুজন, ফুয়াদ হোসেন, আবদুজ্জাহের আজাদ, আবু সায়েম, আহসান হাবিব হাসান, শ্রী তপন চন্দ্র মজুমদার, জাহাঙ্গীর কবির, খন্দকার রুহুল আমিন, মোমিনুল হক বাকের, মিথুন ভট্ট, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রেজাউল হক শাহীন, মমতাজুল করিম বাচ্চু, শাহাবুদ্দিন ফোকরাজ, মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, খালেদ মো. ইব্রাহিম রাসেল, মাহমুদুর রহমান জাবেদ, গোলাম খালেদ, দিলদার হোসেন জুনায়েদ, নুরুল আমিন রুমি, আহসান হাবিব সমির, নুরুল হুদা আজাদ, মো. বাকি বিল্লাহ, মাহফুজুল হক বেলাল, বাহার উল্যা বাহার, এডভোকেট সাইফুল ইসলাম হারুন, আতাউর রহমান বাবুল, বেগম নিলুফার মমিন, বেগম মোসাম্মাৎ রেনু চৌধুরী, বেগম রওশন আরা লাকী ও বেগম রাশেদা আক্তার শিরি।