নোয়াখালী জেলা কারাগারে হাজতির  মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী জেলা কারাগারে বদিউল আলম (৭৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।  সোমবার দিবাগত রাত  দেড়টার দিকে  নোয়াখালী জেনারেল হাসপাতালে  তার মৃত্যু হয়েছে।  তিনি  জেলার  সেনবাগ থানায় দায়েরকৃত  একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ।

বিষয়টি নিশ্চিত করে  জেল সুপার ফনি ভূষন মজুমদার জানান, নারী ও শিশু নির্যাতন  মামলার আসামি বদিউল আলমকে গত ২৫সেপ্টেম্বর  আদালত থেকে কারাগারে পাঠানো হয়।সোমবার দিবাগত রাত   একটার  দিকে  কারা হাসপাতালের ২ নং ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক  তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  তিনি রাত দেড়টার দিকে মারা যান।  জেলা সুপার আরো জানান, মৃতের  ময়না তদন্ত ও  সকল আইগত প্রক্রিয়া শেষে তার লাশ  আজ মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ দিকে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান,উপজেলার  কেশারপাড় ইউনিয়নের বীরপুর গ্রামের বৃদ্ধ বদিউল আলমের বিরুদ্ধে তার পাশবর্তী বাড়ির এক নারী  তার ৪বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে  থানায় নারী ও শিশু নির্যাতন  দমন আইনে মালা দায়ের করেন। ওইদিন(২৫সেপ্টেম্বর ) তাকে গ্রেফতার করে  আদালতের মাধ্যমে জেলা কারা পাঠানো হয়েছে

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০