নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে অনুষ্ঠিত এ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পিপিএম। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের সব পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগস্ট মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ৩০ জন পুলিশ সদস্যকে অপরাধ দমন ও অভিন্ন মানদন্ডের মূল্যায়নের ভিত্তিতে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নগদ ৬০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। পুরস্কৃতদের মধ্যে ১১ জন পুলিশ পরিদর্শক, ২ জন ট্রাফিক পুলিশ পরিদর্শক, ১২ জন এসআই, ৩ জন সার্জেন্ট ও ২ জন এএসআই রয়েছেন।
কল্যাণ সভায় বক্তৃতায় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পিপিএম সব থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পে নিয়োজিত সদসদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সরকারি দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি সকল পুলিশ সদস্যদের ইমিউনিটি বৃদ্ধির লক্ষ্যে খাবারের প্রতি আরো যতœবান হওয়ারও পরামর্শ দেন এবং পুলিশ লাইন্স মেসসহ সকল ইউনিটের মেসের খাবারের মান উন্নত করার নির্দেশ দেন তিনি।
পুলিশ সুপার আরো বলেন, ধারাবাহিকভাবে পুরস্কারের সংখ্যা বৃদ্ধিপূর্বক দুই ক্যাটাগরিতে পুরষ্কার প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়া পুলিশের সুনাম বৃদ্ধির জন্য কাজ করার অনুরোধ করে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ শাহ ইমরান ও চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা ডিএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিআইও-১ সৈয়দ মো. ফজলে রাব্বী প্রেরিত এক -প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।