নিজস্ব প্রতিনিধি
মুজিব মানেই স্বাধীনতা, মুজিব মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুকে না জানলে অজানা থেকে যায় বাংলাদেশ। কোমলমতি শিশুদের মাঝে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে ছড়িয়ে দিতে এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত মানবিক প্রজন্ম গড়ে তুলতে মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসক স্থাপন করলো ‘মুজিব গ্যালারি’। গ্যালারিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের প্রায় ৩০০ টি দুষ্প্রাপ্য ছবি দিয়ে স্থাপন করা হয়েছে। মুজিব গ্যালারিতে বঙ্গবন্ধুর দুষ্প্রাপ্য ছবিগুলো সাজানো হয়ে আকর্ষনীয় ও মনমুগ্ধময় শৈল্পিকতায় ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা শিশু একাডেমিকে ঘিরে ‘মুজিব গ্যালারি’ স্থাপন করা হয়েছে। গত ২৩ ফের্রুয়ারি ‘মুজিব গ্যালারি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। এই গ্যালারি স্থাপন করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ।