নোয়াখালী জেলা শহরের ট্রাস্ট ওয়ান প্রাইভেট হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি

অবৈধ ভাবে করোনা রোগী চিকিৎসা দেয়ার অপরাধে নোয়াখালী জেলা শহরের জেনারেল হাসপাতাল সড়কের ট্রাস্ট ওয়ান প্রাইভেট হাসপাতালকে ১ লাখ ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সন্ধ্যার পর এক অভিযানে ভ্রাম্যমাণ আদালত বিচারক জেলা প্রশাসনের নির্বহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান রনি এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, ট্রাস্ট ওয়ান প্রাইভেট হাসপাতালে একজন করোনা পজিটিভ রোগী পাওয়া যায় এবং ডাক্তার এই রোগীকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রেফার করলেও হাসপাতাল কতৃপক্ষ ওই রোগীকে অবৈধভাবে চিকিৎসা প্রদান করছে। এ অভিযানে সহযোগীতায় ছিলেন সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার (সদর) ডা.ষীশু দাস ও পুলিশ সদস্যরা। আদালত সূত্রে আরো ৭ টি মামলায় ৭ জনকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মোট ৮ টি মামলায় ১ লাখ ৫৩ হাজর ৫০০ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, এই ট্রাস্ট ওয়ান প্রাইভেট হাসপাতালকে এর আগে একই ঘটনায় জরিমানা করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮