নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নোয়াখালী জেলার শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের এ কমিটির আহ্বায়ক নোয়াখালী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো, দেলোয়ার হোসেন,যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও মন্জুর মাওলা কচি এবং সদস্য সচিব নিজাম উদ্দিন চৌধুরী।
গত বৃহস্পতিবার(৭অক্টোবর) দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন এ কমিটির আংশিক অনুমোদন দিয়ে এক পত্রে নির্দেশ দিয়ে বলেছেন, আগামী এক মাসের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট সব সেক্টর, থানা , উপজেলা ও পৌরসভা সম্পৃক্ত করে চট্রগ্রাম বিভাগের নেতাদের সাথে পরামর্শক্রমে আহ্বায়ক কমিটি গঠন, আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিটের পুনাঙ্গ কমিটি করে চট্রগ্রাম বিভাগের নেতাদের সাথে পরামর্শক্রমে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠন করতে হবে।