নোয়াখালী পুলিশের শুদ্ধাচার পুরস্কার পেলেন শাহ পরান

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ৯৫ জন কর্মকর্তা-কর্মচারীকে ২০১৯-২০২০ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কারে  প্রদান করেছে।  এ পুরস্কার পেয়েছেন      এ পুরস্কার পেয়েছেন    নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী মোহাম্মদ শাহ পরান।  জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মো. মনিরুল হক হলে আনুষ্ঠানিকভাবে শাহ পরানের হাতে এ পুরস্কার তুলে দেন  বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

বৃহস্পতিবার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. খালেদ ইবনে মালেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল মো. সাইফুল ইসলাম খানসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদবীর কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।

জানাযায়,এর আগে গত ৩০জুন সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শুদ্ধাচার সম্মাননার পুরস্কারের জন্য বিভিন্ন পর্যায়ের ৯৫জন কর্মকর্তাকে মনোনীত করা হয়। ওইদিন ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১