নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলা পুলিশ লাইনে আজ শনিবার সকাল ১১টা ৫ মিনিটে জেলা ফায়ার সার্ভিসের এডি জসিম উদ্দিন ও ডিএডি অতিষ চাকমার নেতৃত্বে একটি অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
এতে জেলা পুলিশ ও পুলিশ ইন সার্ভিসের সদস্য এবং কর্মকর্তাদের অগ্নি নির্বাপণ কিভাবে সহজে সমাধান করা যায় সে বিষয়ে বিভিন্ন কৌশল দেখানো হয়। এছাড়া উঁচু ভবনে আগুন লাগলে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় ও বিভিন্ন স্থাপনায় আগুন লাগলে কিভাবে তা নিয়ন্ত্রণ করতে হয় তাও দেখিয়ে দেয়া হয় আজকের এ অগ্নি নির্বাপণ মহড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট আনিসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দীপক জ্যোতি খীসা, চাটখিল সার্কেলের ডিআইও-১ ও কোর্ট ইন্সপেক্টরসহ আরো অনেকে।