নোয়াখালী পৌরসভার নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী  পৌরসভার  নগর সমন্বয় কমিটির(টিআইসিসি) ত্রৈমাসিক সভা আজ রবিবার  সকাল ১১টায় পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন  নোয়াখালী  পৌরসভার   মেয়র শহিদউল্যাহ খান সোহেল।  সভা সঞ্চালনা করেন পৌর সচিব শ্যামল কুমার দত্ত এবং   পৌরসভার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া। পৌরসভার পক্ষ থেকে  বক্ত্য রাখেন প্যানেল মেয়র রতন রতন কৃষ্ণ পাল।

এতে পুর্ববর্তী সভার অগ্রগতি, ইউজিআইএপি বাস্তবায়নের অগ্রগতি এবং রাস্তাঘাট,ড্রেইনেজ- পানি নিস্কাসন ব্যাবস্থাপনা, ও মশা নিধন অভিযান সম্পর্কে  আলোচনায় অংশ গ্রহন করেন কমিটির সদস্য নোয়াখালী সরকারি কলেজের  সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ .  নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  বেগম নুসরাত জাহান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি ও দৈনিক সুবর্ণ প্রভাতের সম্পাদক আলমগীর ইউসুফ, বেসকারি উন্নয়ন সংস্থার  প্রানের নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ ও এনআ ডিএস এর শহীদুল ইসলাম মুকুল প্রমুখ।

এ সময়  উপস্থিত ছিলেন  পৌর কাউন্সিলর নিলুপার   কোমরেদ জাহান , লিলি রহমান. নিলুফার ফরিদা আক্তার, জাহিদুর রহমান শামীম, ছৈয়দ আহসান হাবিব হাসান, রফিকুল বারী আলমগীর ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮