নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (রাবিপ্রবি) এর মধ্যে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতা মূলক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন ২০২১ জুম অনলাইন প্লাটফর্মে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স¦াক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেরস ড. মো: আবুল হোসেন ও রাবিপ্রবি রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: ফারুক উদ্দিন। । রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা, প্রক্টর, পরিচালক ও অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন নোবিপ্রবির অনুষদ সমূহের ডীন, ইনস্টিটিউটের পরিচালকব, শিক্ষক ও কর্মকর্তাগন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকে নোবিপ্রবির পক্ষে ফোকাল পয়েন্ট হিসেবে থাকবেন নোবিপ্রবির শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সহকারী রেজিস্ট্রার জনাব আবু জুবায়ের। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পক্ষে ফোকাল পয়েন্ট হিসেবে থাকবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব জুয়েল শিকদার ও সহকারী রেজিস্ট্রার জনাব সেতু চাকমা।-প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুনঃ

1 thought on “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর”

  1. Лучшие онлайн-казино предлагают своим пользователям широкий выбор игр, включая слоты, рулетку, блэкджек, покер и другие. Кроме того, они часто предлагают бонусы и фриспины новым игрокам, что позволяет им начать играть без необходимости вносить депозит. Регистрация в онлайн-казино обычно занимает несколько минут и требует минимальной информации о пользователе. рейтинг топ лушчее lhgbhtbwzs

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০