নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী জেলা আওয়ামী লীগের তিন গ্রুপের পাল্টাপল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহর মাইজদী তথা নোয়াখালী পৌর সভা সভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। কাল সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে জানিয়েছেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান।
তিনি জানান, জেলা শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী সদরের এমপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভা-সমাবেশ এবং নোয়াখালী পৌরসভার মেয়র ও শহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একই সময় পৌর সভার সামনে সকাল ১০টায় আলোচনা ও শোভাযাত্রার কর্মসূচী দেয়ায় আইন-শৃংখলা পরিস্থিতির স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে, সেজন্য শহর ও পৌর এলাকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৪৪ধারা জারি আগে আজ রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে নোয়াখালী সদরের এমপিও জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর দুই প্রতিপক্ষ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল তাদের কর্মসূচীর সমর্থনে জেলা শহরে শোভাযাত্রা বের করে। এর আগে সময় এমপির সমর্থকরা ও মিছিল বের করে। শহরের রশিদ কলোনী এলাকা থেকে সদর উপজেলা আওয়ামী লীগের মটর সাইকেল শোভাযাত্রাটি জামে মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা. ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
অন্য দিকে নোয়াখালী পৌরসভার মেয়রের সমর্থকরা পৌর ভবন এলাকা থেকে মিছিল নিয়ে টাউন হল মোড়ে আসলে একই ঘটনা ঘটে। পুলিশ তাদেরকে একই কায়দায় ছত্রভঙ্গ করে দেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ও র্যাব সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের রশিদ কলোনী এলাকার বাসার জড়ো হওয়া নেতা কর্মীদেরকে ধাওয়া করে ও কয়েকটি মটর সাইকের ভাংচুর করেছে। এ অভিযোগ করে শিহাব উদ্দিন শাহিন বলেছেন, এমপির মদদপুষ্ট সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন তার শান্তিপুর্ণ শোভাযাত্রায় গুলিও লাঠি চার্জ ও তার বাসায় সামনে নেতা কর্মীর রাখা মটর সাইকেল ভাঙচুর করে এবং পুকুরে ফেলে দেয়। অথচ এই ওসি এমপির লোকদের পুলিশী বেষ্টনী দিয়ে মিছিল করতে সহযোগিতা করেন। একই অভিযোগ পৌর মেয়রের । এসব অভিযোগ অস্বীকার করে ওসি সাহেদ উদ্দিন বলেন পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের কারনে পুলিশ বাধ্য হয়ে লাঠি চার্জ করে। তিনি শাহিনের বাসা চিনেন না, এ ঘটনা সম্পর্কে জানেন না।
জানাযায়, কাল সোমবার সকাল ১০ টা এমপির সমর্থকরা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির পক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ, পাশপাশি স্থান টাউনহল মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনের সমর্থকরা মুজিববর্ষ উপলক্ষে সমাবেশ এবং নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান পৌর ভবন এলাকায় পৌর নির্বাচনী প্রচারনার সমাবেশ ডাকে। এ নিয়ে তিন গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় প্রশাসন ১৪৪ধারা জারি করে।