নোয়াখালী শহরে খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি
জেলা শহর মাইজদী তখা নোয়াখালী পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে শহরের সিনেমা হলের দক্ষিন দিক থেকে পশ্চিমে প্রায় তিন কিলোমিটার দৈঘ্য ফকিরপুর খালও খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ । রবিবার দুপুরে
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এসময়। নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, নোয়াখালী নিচু এলাকা, এখানে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। আমাদের এই পানি নিষ্কাশনের জন্য প্রচুর খাল আছে। অনেকগুলো খাল সচল আছে, অনেকগুলো খাল অবৈধভাবে দখল হয়ে গেছে । অনেকগুলো খাল ময়লা আবর্জনায় ভরে আছে।
এই খালগুলো থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে খালগুলো সংস্কার এবং ময়লা আবর্জনা পরিস্কার করে পানি প্রবাহের বিষয়টি নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, যেসব জায়খায় সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে, সেখানে দখলদারদের বলা হয়েছে নিজেদের স্থাপনা নিজেরাই যেন গুটিয়ে নিতে । তা না হলে প্রশাসন তা গুটিয়ে দিবো। শুধু শহর নয়, সহসা সকল উপজেলার পৌর এলাকাসহ বড় বড় খালগুলো দখলমুক্ত করে তা সংস্কার করবো। খাল দখলমুক্ত করতে এবং পরিষ্কার কার্যক্রমে নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুনঃ

1 thought on “নোয়াখালী শহরে খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১