নোয়াখালীর সংবাদপত্রের ইতিহাসে দৈনিক সুবর্ণ প্রভাতের অনলাইন সংস্করণ নতুন মাত্রা যোগ করেছে- জেলা প্রশাসক

Suborno provaat - Shuborno Provaat - সুবর্ণ প্রভাত

নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলা শহর থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক সুবর্ণ প্রভাত প্রিন্ট সংস্করণের পাশাপাশি অনলাইন সংস্করণ শুরু করেছে। আজ সোমবার দুপুর ১২টার সময় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে অনলাইন সভার মাধ্যমে এ পত্রিকার অনলাইন সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণ প্রভাতের প্রকাশক-সম্পাদক আলমগীর ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্ডিপেডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, করোনা মহামারীর এ ক্রান্তিকালে দৈনিক সুবর্ণ প্রভাত প্রিন্ট সংস্করণের পাশাপাশি অনলাইন সংস্করণে যুক্ত হয়েছে। অফলাইন সংস্করণ থেকে অনলাইন সংস্করণ পাঠক হৃদয়ে আরো বেশি সমাদৃত হবে বলে আমি বিশ্বাস করি। নোয়াখালীর সংবাদপত্র জগতের ইতিহাসে এটি নতুন মাত্রা যোগ করেছে। এটি এখন যুগের চাহিদাও। কারণ বর্তমানে মানুষ প্রিন্ট সংস্করণের চেয়েও অনলাইন সংস্করণে ঝুঁকে পড়েছেন বেশি। তিনি আরো বলেন, জেলা প্রশাসন থেকে পত্রিকাটি প্রকাশের অনুমোদন দেয়া হয়েছে। আজ পত্রিকাটি অনলাইন সংস্করণে যাত্রা শুরু করেছে। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। পত্রিকা কর্তৃপক্ষের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

করোনার মহামারীর এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আরো বলেন, আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজ মিলে স্বাস্থ্যবিধি মেনে চলবো। এছাড়া এ মাসের ৭ তারিখের মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে ১ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসার। তাই মানুষকে টিকা দেয়ায় উদ্বুদ্ধ করতে জেলায় কর্মরত সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক পরতে হবে ও টিকা দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, উন্নয়ন সংস্থা এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, নোয়াখালী নারী অধিকার সহায়ক জোটের আহ্বায়ক ও জেলা বারের সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন।

এ সময় ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন নোয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালমা আক্তার, তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন, জেলাজজ আদালতের সাবেক জিপি কাজী মানছুরুল হক খসরু, অধ্যাপক শিরিন আক্তার, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার, জেলা নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভীন ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাণ-এর নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ।


সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন জেলার সিনিয়র সাংবাদিক দৈনিক সোনালী জমিনের সম্পাদক শাহ এমরান মো. সুজন, দৈনিক কালের কণ্ঠের নোয়াখালী প্রতিনিধি সামছুল হাসান মিরন, গাজি টিভির নোয়াখালী প্রতিনিধি বিকাশ সরকার, একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, আমাদের কণ্ঠের নোয়াখালী প্রতিনিধি জাহিদুর রহমান শামীম, নিউজ টুয়েন্টি ফোরের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ডিবিসি নিউজের নোয়াখালী প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, দেশ রূপান্তরের নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, দৈনিক ভোরের কাগজের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল ও দৈনিক সুবর্ণ প্রভাতের বার্তা সম্পাদক মো. আসাদুল্যাহ মিলটন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক সুবর্ণ প্রভাতের প্রকাশক ও সম্পাদক আলমগীর ইউসুফের ভূঁয়সী প্রশংসা করে বলেন, এ জেলায় দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন তিনি। তার মেধা ও মননশীলতার পরিচয় আমরা তার প্রকাশিত দৈনিকটির মাঝে দেখতে পাই। আমরা আশা করবো দৈনিক সুবর্ণ প্রভাত প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইন ভার্সনেও তিনি তার বস্তুনিষ্ঠতা ধরে রাখবেন। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানকে সার্বিক সহযোগিতার জন্য ও বিশেষ অতিথি, ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত অতিথিদের এবং সাংবাদিক সহকর্মী বন্ধুদের এই অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, চ্যানেল টিয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি সুমন ভৌমিক, মাইটিভির নোয়াখালী প্রতিনিধি আবুল হাসনাত বাবুল, ভোরের দর্পণ নোয়াখালী প্রতিনিধি দিদারুল আলম, সচিত্র সুধারামের সম্পাদক দ্বীপ আজাদ, ভোরের পাতার জেলা প্রতিনিধি মাওলা সুজন, সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুল আলম ও স্বাধীন বাংলার নোয়াখালী প্রতিনিধি মো. ইদ্রিছ মিয়া।

শেয়ার করুনঃ

158 thoughts on “নোয়াখালীর সংবাদপত্রের ইতিহাসে দৈনিক সুবর্ণ প্রভাতের অনলাইন সংস্করণ নতুন মাত্রা যোগ করেছে- জেলা প্রশাসক”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১